বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে নাসির উদ্দিন (৩৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের বাজার রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুই পক্ষের মারামারিতে পাথরঘাটা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরপাড়ে বন্ধুকে নিয়ে ফুচকার দোকানে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পৌর ছাত্রশিবিরের সম্পাদক নাঈমকে (১৮) গালাগাল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতারা এসে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন।
সালিস চলাকালে ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া দেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানের মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালান। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াত কর্মী নাসির উদ্দিন প্রতিবাদ করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন জামায়াতের নেতা-কর্মীরা।
এ সময় পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগের কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা না হলে পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।
পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের ওপর হামলা হয়েছে। নাসির এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। যারা কুপিয়েছে, সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
জানতে চাইলে পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব এসমাইল সিকদার এসমে বলেন, ‘এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় শিবির ও ছাত্রদলের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিস বৈঠক চলছিল। এ সময় জামায়াত কর্মীকে কারা কুপিয়েছে, তা আমার জানা নেই।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, মারামারির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে নাসির উদ্দিন (৩৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের বাজার রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে দুই পক্ষের মারামারিতে পাথরঘাটা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পাথরঘাটা পৌরসভার সামনের পুকুরপাড়ে বন্ধুকে নিয়ে ফুচকার দোকানে আসা এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পৌর ছাত্রশিবিরের সম্পাদক নাঈমকে (১৮) গালাগাল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতারা এসে বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন।
সালিস চলাকালে ছাত্রদলের কিছু কর্মী দেশীয় অস্ত্র নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া দেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানের মালিকানাধীন ফার্মেসিতে হামলা চালান। এ সময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামায়াত কর্মী নাসির উদ্দিন প্রতিবাদ করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে রাত ১১টার দিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন জামায়াতের নেতা-কর্মীরা।
এ সময় পাথরঘাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগের কর্মীরা বিএনপিতে যোগ দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা না হলে পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে।
পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মাসুদুল আলম বলেন, জামায়াতের পৌর আমির মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের ওপর হামলা হয়েছে। নাসির এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি। যারা কুপিয়েছে, সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
জানতে চাইলে পাথরঘাটা পৌর বিএনপির সদস্যসচিব এসমাইল সিকদার এসমে বলেন, ‘এক মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনায় শিবির ও ছাত্রদলের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিস বৈঠক চলছিল। এ সময় জামায়াত কর্মীকে কারা কুপিয়েছে, তা আমার জানা নেই।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে জানান, মারামারির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৪ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৩ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৩৮ মিনিট আগে