তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ইউপির ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ইউপিতে গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় সে সময় নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
সোনাকাটা ইউপিতে মোট ভোটার ৯ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইভিএমে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মস্তফা কামাল বলেন, ‘আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’ তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আছে র্যাবের টহল দল। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের দায়িত্ব পালন করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, নির্বাচন ঘিরে সোনাকাটা ইউপিতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়। তাই নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচন স্থগিত করেছিল। পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এ ইউপির নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ইউপির ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ ইউপিতে গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় সে সময় নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।
সোনাকাটা ইউপিতে মোট ভোটার ৯ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইভিএমে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন ভোটাররা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মস্তফা কামাল বলেন, ‘আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’ তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আছে র্যাবের টহল দল। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের দায়িত্ব পালন করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, নির্বাচন ঘিরে সোনাকাটা ইউপিতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়। তাই নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচন স্থগিত করেছিল। পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এ ইউপির নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৯ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৯ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৩ মিনিট আগে