বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত ২৫ জন রাবার বাগানশ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ।
এর আগে রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। পরদিন সকালে জিয়াউর রহমান নামে একজন আহত অবস্থায় পালিয়ে আসেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরাফাত রাবারবাগানের মালিক মো. ফোরকান জানান, অপহৃত শ্রমিকদের বেশি মারধর করা হয়েছে। তাঁদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে। বর্তমানে তাঁরা কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে চিকিৎসাধীন।
সার্বিক বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, আজ সকালে ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বান্দরবানের লামা উপজেলা থেকে অপহৃত ২৫ জন রাবার বাগানশ্রমিককে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ।
এর আগে রোববার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে অপহরণ করা হয় ২৬ শ্রমিককে। পরদিন সকালে জিয়াউর রহমান নামে একজন আহত অবস্থায় পালিয়ে আসেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। এঁরা সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। অপর ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আরাফাত রাবারবাগানের মালিক মো. ফোরকান জানান, অপহৃত শ্রমিকদের বেশি মারধর করা হয়েছে। তাঁদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করা হয়েছে। বর্তমানে তাঁরা কক্সবাজারের ঈদগাহ হাসপাতালে চিকিৎসাধীন।
সার্বিক বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম জানান, আজ সকালে ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৮ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে