নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমাদের দেশে এত পর্দা, এত কিছুর পরেও দেশে কি ধর্ষণের মামলার অভাব আছে! এটি কি কমেছে! মনকে পবিত্র করতে না পারলে কোনো কিছুই হবে না। মন থেকে শয়তানকে দূর করতে হবে। তাহলেই সুস্থ মানসিকতা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সৃষ্টিকর্তার কাছে প্রিয় মানুষ হতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিজয়া সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকলকে অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, পাপের আস্তানা এখনো মানুষ, সমাজের মধ্যে রয়ে গেছে। দেবী দুর্গার আগমন ঘটেছিল খারাপের বিনাশ ও ভালোকে ধরে রাখার জন্য। আমরা সেটা করছি না। তিনি এই শিক্ষায় দিয়ে গেছেন যে তোমরা মানুষের কল্যাণ কর, খারাপকে বর্জন ও ভালোকে গ্রহণ কর। আসুন আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনায় নিজের বিবেক, নিজের হৃদয়কে পবিত্র ও সমৃদ্ধ করে তুলি।
চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিন আগে থেকে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যত, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব তার চেয়ে কোনো অংশে কম না। কেন সার্কিট বেঞ্চ হল না, কেন সার্কিট বেঞ্চ হওয়া প্রয়োজন আমি আমার পূর্বসূরিদের কাছ থেকে জেনে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, আমার পূর্বে অনেকেই চিফ জাস্টিস হয়েছেন। তারা চট্টগ্রামে এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলব। তারপর আমি আমার সিদ্ধান্ত জানাব।
এর আগে বিচারক সংকট ও মামলা জটের কথা তুলে ধরে চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা বলেন, চট্টগ্রাম আদালতে ৪৪ হাজারের বেশি মামলা নিয়ে ১৫ জন মহানগর দায়রা জজ মামলা চালাচ্ছেন। ৬ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫৪ হাজারের বেশি মামলা চালাচ্ছেন। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান। তার ভিত্তিতেই প্রধান বিচারপতি এসব কথা বলেন।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী প্রমুখ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমাদের দেশে এত পর্দা, এত কিছুর পরেও দেশে কি ধর্ষণের মামলার অভাব আছে! এটি কি কমেছে! মনকে পবিত্র করতে না পারলে কোনো কিছুই হবে না। মন থেকে শয়তানকে দূর করতে হবে। তাহলেই সুস্থ মানসিকতা, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সৃষ্টিকর্তার কাছে প্রিয় মানুষ হতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিজয়া সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকলকে অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, পাপের আস্তানা এখনো মানুষ, সমাজের মধ্যে রয়ে গেছে। দেবী দুর্গার আগমন ঘটেছিল খারাপের বিনাশ ও ভালোকে ধরে রাখার জন্য। আমরা সেটা করছি না। তিনি এই শিক্ষায় দিয়ে গেছেন যে তোমরা মানুষের কল্যাণ কর, খারাপকে বর্জন ও ভালোকে গ্রহণ কর। আসুন আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনায় নিজের বিবেক, নিজের হৃদয়কে পবিত্র ও সমৃদ্ধ করে তুলি।
চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিন আগে থেকে। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যত, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব তার চেয়ে কোনো অংশে কম না। কেন সার্কিট বেঞ্চ হল না, কেন সার্কিট বেঞ্চ হওয়া প্রয়োজন আমি আমার পূর্বসূরিদের কাছ থেকে জেনে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, আমার পূর্বে অনেকেই চিফ জাস্টিস হয়েছেন। তারা চট্টগ্রামে এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলব। তারপর আমি আমার সিদ্ধান্ত জানাব।
এর আগে বিচারক সংকট ও মামলা জটের কথা তুলে ধরে চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা বলেন, চট্টগ্রাম আদালতে ৪৪ হাজারের বেশি মামলা নিয়ে ১৫ জন মহানগর দায়রা জজ মামলা চালাচ্ছেন। ৬ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫৪ হাজারের বেশি মামলা চালাচ্ছেন। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান। তার ভিত্তিতেই প্রধান বিচারপতি এসব কথা বলেন।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী প্রমুখ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে