নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এসএসসি পরীক্ষা পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের শিক্ষাপ্রতিষ্ঠান ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ওপার থেকে আসা ৩২৭ বিজিপিকে সে দেশে ফেরত পাঠাতে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান।
পরিদর্শন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের পরিস্থিতির আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে এবং দ্রুত একটি সিদ্ধান্ত আসবে।’
কমিশনার তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আজ পর্যন্ত সীমান্তে অস্বাভাবিক কোনো কিছু হয় নাই। সীমান্তের যারা রয়েছেন বিজিবি, তারা তাদের দায়িত্ব পালন করছেন।
মিয়ানমার সীমান্তরক্ষীদের কবে নাগাদ পাঠাব হবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, তাদেরকে পাঠানো ব্যাপারে আলোচনা হচ্ছে। দুই একদিনের মধ্যে ফলাফল পাব বলে আশা করছি।
সীমান্তের পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্তের মূল বিষয়টা হল বিজিবির। আজকে পরিদর্শনে ঘুরে যতটুকু দেখলাম খারাপ পরিস্থিতি আমাদের নজরে পড়ে নাই। তা ছাড়া বর্ডার পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে যার কারণে সকাল কিংবা বিকেলে পরিবেশ শান্ত থাকে। ওই সময়ের গুলির শব্দ পেয়েছে সীমান্তবর্তী মানুষ। তাছাড়া বান্দরবানের আইনশৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার যৌথভাবে সীমান্ত পরিদর্শন করেছেন। তবে এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। আর যেটা আছে সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।
এ সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উখিয়া নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে এসএসসি পরীক্ষা পরিস্থিতি বিবেচনা করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের শিক্ষাপ্রতিষ্ঠান ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ওপার থেকে আসা ৩২৭ বিজিপিকে সে দেশে ফেরত পাঠাতে মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানান।
পরিদর্শন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সীমান্তের পরিস্থিতির আগে থেকে অনেক ভালো হয়েছে। সীমান্তের বিষয় নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে আলাপ-আলোচনা হচ্ছে এবং দ্রুত একটি সিদ্ধান্ত আসবে।’
কমিশনার তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আজ পর্যন্ত সীমান্তে অস্বাভাবিক কোনো কিছু হয় নাই। সীমান্তের যারা রয়েছেন বিজিবি, তারা তাদের দায়িত্ব পালন করছেন।
মিয়ানমার সীমান্তরক্ষীদের কবে নাগাদ পাঠাব হবে সেই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, তাদেরকে পাঠানো ব্যাপারে আলোচনা হচ্ছে। দুই একদিনের মধ্যে ফলাফল পাব বলে আশা করছি।
সীমান্তের পরিস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্তের মূল বিষয়টা হল বিজিবির। আজকে পরিদর্শনে ঘুরে যতটুকু দেখলাম খারাপ পরিস্থিতি আমাদের নজরে পড়ে নাই। তা ছাড়া বর্ডার পাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে যার কারণে সকাল কিংবা বিকেলে পরিবেশ শান্ত থাকে। ওই সময়ের গুলির শব্দ পেয়েছে সীমান্তবর্তী মানুষ। তাছাড়া বান্দরবানের আইনশৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার যৌথভাবে সীমান্ত পরিদর্শন করেছেন। তবে এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। আর যেটা আছে সেটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।
এ সময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উখিয়া নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, ঘুমধুম চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে