প্রতিনিধি, রাঙামাটি

পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কম ২য় জনগোষ্ঠী খুমী। সর্বশেষ জরিপের তথ্যমতে, এদের জনসংখ্যা প্রায় ১৭ শ। নানান প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এ জনগোষ্ঠীটি। তবে শিক্ষায় এখনো অনেক পিছিয়ে আছেন খুমীরা।
খুমীদের বসবাস বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে। থানচি উপজেলার রেমাক্রী, তিন্দু এবং বলিপাড়া ইউনিয়নে ১৭ থেকে ১৮টি পাড়া, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ৬,৭, ৮ নম্বর ওয়ার্ডে ৫টি পাড়া, রুমা উপজেলার রুমা এবং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ১১টি পাড়া রয়েছে। এ ছাড়া রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বান্দরবান-রাঙামাটি সীমান্ত এলাকা ৫ থেকে ৬ পরিবারের বসবাস রয়েছে।
এ জনগোষ্ঠী থেকে মাত্র একজন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি লেলুং খুমী। এ জনগোষ্ঠী থেকে নেই কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুধু আছে তিনজন জনপ্রতিনিধি। এদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের সদস্য। একজন জেলা পরিষদের সদস্য। জেলা পরিষদের সদস্যর নাম শি অং খুমী।
শি অং খুমী বলেন, খুমীরা বর্তমানে বিসিএসের স্বপ্ন দেখেন না। এদের মধ্যে স্নাতক পাস করেছেন মাত্র ৫ জন। সরকারি চাকরি করছেন ১৪ থেকে ১৫ জন। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক। ১০ জন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এর ওপরের পদে কোনো চাকরিজীবী নেই।
খুমীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তারা তিন ধর্ম অনুসরণ করে। এদের একটি অংশ ম্রোদের ক্রামা ধর্ম, একটি অংশ খ্রিষ্টান, আরেকটি অংশ বৌদ্ধ ধর্ম পালন করেন। সামাজিক উৎসবের মধ্যে সাংক্রাইন বলা হলেও এরা এ সময় বড় উৎসব করে না। প্রকৃতির ওপর নির্ভরশীল এ জনগোষ্ঠী বড় উৎসবের আয়োজন তখনই, যখন নতুন ধান ঘরে তুলে। খুমীরা বিয়ের সময়, নতুন ঘরে ওঠার সময়, কোনো অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির কামনায় বা প্রত্যাশার চাইতে অতিরিক্ত ফসল পেলে পশু মেরে অনুষ্ঠান করেন।
খুমীদের একমাত্র স্নাতকোত্তর করা লেলুং খুমী বলেন, খুমীদের অস্তিত্ব ধরে রাখতে হলে রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুমীরা সব ক্ষেত্রে বঞ্চিত। এদের জন্য আলাদা কোটা ব্যবস্থা রাখতে হবে। না হলে আমরা হারিয়ে যাব।

পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক দিয়ে কম ২য় জনগোষ্ঠী খুমী। সর্বশেষ জরিপের তথ্যমতে, এদের জনসংখ্যা প্রায় ১৭ শ। নানান প্রতিকূলতার মধ্যেও টিকে আছে এ জনগোষ্ঠীটি। তবে শিক্ষায় এখনো অনেক পিছিয়ে আছেন খুমীরা।
খুমীদের বসবাস বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে। থানচি উপজেলার রেমাক্রী, তিন্দু এবং বলিপাড়া ইউনিয়নে ১৭ থেকে ১৮টি পাড়া, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে ৬,৭, ৮ নম্বর ওয়ার্ডে ৫টি পাড়া, রুমা উপজেলার রুমা এবং রেমাক্রী প্রাংসা ইউনিয়নে ১১টি পাড়া রয়েছে। এ ছাড়া রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বান্দরবান-রাঙামাটি সীমান্ত এলাকা ৫ থেকে ৬ পরিবারের বসবাস রয়েছে।
এ জনগোষ্ঠী থেকে মাত্র একজন স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি লেলুং খুমী। এ জনগোষ্ঠী থেকে নেই কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শুধু আছে তিনজন জনপ্রতিনিধি। এদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের সদস্য। একজন জেলা পরিষদের সদস্য। জেলা পরিষদের সদস্যর নাম শি অং খুমী।
শি অং খুমী বলেন, খুমীরা বর্তমানে বিসিএসের স্বপ্ন দেখেন না। এদের মধ্যে স্নাতক পাস করেছেন মাত্র ৫ জন। সরকারি চাকরি করছেন ১৪ থেকে ১৫ জন। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক। ১০ জন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এর ওপরের পদে কোনো চাকরিজীবী নেই।
খুমীদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। তারা তিন ধর্ম অনুসরণ করে। এদের একটি অংশ ম্রোদের ক্রামা ধর্ম, একটি অংশ খ্রিষ্টান, আরেকটি অংশ বৌদ্ধ ধর্ম পালন করেন। সামাজিক উৎসবের মধ্যে সাংক্রাইন বলা হলেও এরা এ সময় বড় উৎসব করে না। প্রকৃতির ওপর নির্ভরশীল এ জনগোষ্ঠী বড় উৎসবের আয়োজন তখনই, যখন নতুন ধান ঘরে তুলে। খুমীরা বিয়ের সময়, নতুন ঘরে ওঠার সময়, কোনো অসুস্থ ব্যক্তির রোগ মুক্তির কামনায় বা প্রত্যাশার চাইতে অতিরিক্ত ফসল পেলে পশু মেরে অনুষ্ঠান করেন।
খুমীদের একমাত্র স্নাতকোত্তর করা লেলুং খুমী বলেন, খুমীদের অস্তিত্ব ধরে রাখতে হলে রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুমীরা সব ক্ষেত্রে বঞ্চিত। এদের জন্য আলাদা কোটা ব্যবস্থা রাখতে হবে। না হলে আমরা হারিয়ে যাব।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২১ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে