বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাট পৌরসভার নবাগত প্রশাসক মো. ফকরুল হাসানের সঙ্গে সভা শেষ করে কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন পৌরসভার পাঁচ কাউন্সিলর। এমন সময় বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদাবাজির মামলায় ওই পাঁচ কাউন্সিলরদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম শিপন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, মহিলা কাউন্সিলর কহিনুর বেগম ও আসমা আজাদ।
সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মেয়রদের অপসারণের পর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বাগেরহাট পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পান। এদিন কাউন্সিলরা মো. ফকরুল হাসানের সঙ্গে সভায় যোগ দিতে ওই কার্যালয়ের তৃতীয় তলায় স্থানীয় সরকার শাখায় যান।
খবর পেয়ে বিএনপির বেশ কিছু নেতা–কর্মী ওই কার্যালয় ও এর আশপাশে অবস্থান নিয়ে তাঁদের আটকের দাবি করেন। সেখান থেকে বের হবার সময় পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়। এর মাঝেই শ্রমিক লীগ নেতা রেজাউর রহমান মন্টু, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপনকে উপস্থিত জনতা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে জানা গেছে।
বাগেরহাট মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের বিএনপির কর্মী আলতাফ মাহমুদ হাওলাদার বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় চাঁদাবাজী, শ্লীলতাহানি ও মারধরের মামলা করেন। ওই মামলায় ৪৫ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলায় বলায় হয়, গত ৩ আগস্ট মামলার বাদী স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে আসামিরা মুক্ষাইট মোড় এলাকায় তাঁর গতিরোধ করে মারধর করেন, চাঁদা দাবি ও স্ত্রীর শ্লীলতাহানি করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কেউই এজাহারভুক্ত আসামি নন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, সদর থানার একটি চাঁদাবাজির মামলায় তিন নারী ও দুই পুরুষ কাউন্সিলরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে