বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার দুপুরে উপজেলার কুড়ালতলা উত্তরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজন হলেন ওই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী বাসন্তী মণ্ডল (৬৫) ও মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী মঞ্জু রানী মণ্ডল (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক এ এই চএম কামরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই জায়গায় আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।’
প্রত্যক্ষদর্শী অনিমেষ মণ্ডল ও মনোরঞ্জন মণ্ডল বলেন, ‘আজ শনিবার দুপুরে তাঁদের পূর্বপুরুষের প্রায় ১ একর ৬০ শতক জমিতে ধান লাগানোর চেষ্টা করা হয়। এ সময় চর কুড়ালতলা গ্রামের মাসুদ গাজী, আনোয়ার গাজী ও সাখাওয়াৎ শিকদারের নেতৃত্বে কিছু লোক হাতুড়ি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধান লাগাচ্ছিল। পুরুষেরা তাঁদের সামনে না গিয়ে নারীরা যান এবং ধান লাগাতে বাধা দেন।’
তাঁরা আরও বলেন, ‘তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা নারীদের ওপর হামলা ও মারধর করেন। তাঁদের হামলার শিকার হন ইতি মণ্ডল (৩৫), অঞ্জলি মণ্ডল (৩৪), কবিতা মণ্ডল (৪০), চঞ্চলা মণ্ডল (৪৫), কামনা মণ্ডল (৩৪), মিনি মণ্ডল (৪৫), মাধু মণ্ডল (২২), শোভা মণ্ডল (৫০), সীমা মণ্ডল (২২), রীতা মণ্ডল (৩২) ও চম্পা মণ্ডল (৩০)।’
অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাসুদ গাজী বলেন, ‘ওই জায়গা আমার দাদা মৃত আব্দুল মজিদের ক্রয় করা। অন্য অংশীদারদের পক্ষ থেকে আমি আদালতে ১৪৪ ধারায় মামলা করি। আদালত ওই জায়গায় নিষেধাজ্ঞা দেয়। তা উপেক্ষা করে প্রতিপক্ষ আজ ধান লাগাতে যায়। এ সময় আমরা তাঁদের বাধা দিয়েছি। এখন তাঁরা নারীদের ওপর হামলার নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। গত ১৮ জানুয়ারি আমি উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছি।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, ‘আহত নারীরা আমার কাছে এসেছিল। আমি আগে তাঁদের চিকিৎসা নিতে বলেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

বাগেরহাটের চিতলমারীতে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই নারী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শনিবার দুপুরে উপজেলার কুড়ালতলা উত্তরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজন হলেন ওই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী বাসন্তী মণ্ডল (৬৫) ও মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী মঞ্জু রানী মণ্ডল (৫০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক এ এই চএম কামরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই জায়গায় আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে।’
প্রত্যক্ষদর্শী অনিমেষ মণ্ডল ও মনোরঞ্জন মণ্ডল বলেন, ‘আজ শনিবার দুপুরে তাঁদের পূর্বপুরুষের প্রায় ১ একর ৬০ শতক জমিতে ধান লাগানোর চেষ্টা করা হয়। এ সময় চর কুড়ালতলা গ্রামের মাসুদ গাজী, আনোয়ার গাজী ও সাখাওয়াৎ শিকদারের নেতৃত্বে কিছু লোক হাতুড়ি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে ধান লাগাচ্ছিল। পুরুষেরা তাঁদের সামনে না গিয়ে নারীরা যান এবং ধান লাগাতে বাধা দেন।’
তাঁরা আরও বলেন, ‘তর্কাতর্কির একপর্যায়ে তাঁরা নারীদের ওপর হামলা ও মারধর করেন। তাঁদের হামলার শিকার হন ইতি মণ্ডল (৩৫), অঞ্জলি মণ্ডল (৩৪), কবিতা মণ্ডল (৪০), চঞ্চলা মণ্ডল (৪৫), কামনা মণ্ডল (৩৪), মিনি মণ্ডল (৪৫), মাধু মণ্ডল (২২), শোভা মণ্ডল (৫০), সীমা মণ্ডল (২২), রীতা মণ্ডল (৩২) ও চম্পা মণ্ডল (৩০)।’
অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাসুদ গাজী বলেন, ‘ওই জায়গা আমার দাদা মৃত আব্দুল মজিদের ক্রয় করা। অন্য অংশীদারদের পক্ষ থেকে আমি আদালতে ১৪৪ ধারায় মামলা করি। আদালত ওই জায়গায় নিষেধাজ্ঞা দেয়। তা উপেক্ষা করে প্রতিপক্ষ আজ ধান লাগাতে যায়। এ সময় আমরা তাঁদের বাধা দিয়েছি। এখন তাঁরা নারীদের ওপর হামলার নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। গত ১৮ জানুয়ারি আমি উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছি।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, ‘আহত নারীরা আমার কাছে এসেছিল। আমি আগে তাঁদের চিকিৎসা নিতে বলেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে