Ajker Patrika

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৭
বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির নেতা কৃষিবিদ শামীমসহ ১৫ নেতা-কর্মী আটক

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ অন্তত ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

এ নিয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। আমাদের বেশ কয়েক জন নেতা-কর্মীকেও আটক করেছে পুলিশ।’ 

আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমন ও জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম। 

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টার দিকে শহরের পুরোনো বাজার মোড় এলাকায় পদযাত্রা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নিয়েছিলেন নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত