ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে এক ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
নিহত মাহাতাব শেখ (৪২) উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের ছোট ভাই। পেশায় তিনি কৃষক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাহাতাবের ভাই ইউপি সদস্য মোস্তফা শেখ একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মাহাতাব হত্যার ঘটনায় আজ শনিবার (১৭ মে) দুপুরে তাঁর আরেক ভাই রিপন শেখ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কামটা গ্রামের মোল্লা জাকির হোসেনের ছেলে।
নিহতের ভাই রিপন শেখ জানান, গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মাহাতাব শেখ বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা তার ওপর হামলা চালায়। এ সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে মাহাতাব শেখ তার ভাইপো মহাসিন শেখের কাছে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকজন তাকে নলধাবাগ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়। এদিকে নিহতের ভাই, ইউপি সদস্য মোস্তফা শেখ গত বুধবার (১৪ মে) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে পরিবার জানায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাগেরহাটের ফকিরহাটে এক ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মারপিট করে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের পরিবারের।
নিহত মাহাতাব শেখ (৪২) উপজেলার কামটা গ্রামের মৃত অহেদ শেখের ছেলে। তিনি নলধা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা শেখের ছোট ভাই। পেশায় তিনি কৃষক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাহাতাবের ভাই ইউপি সদস্য মোস্তফা শেখ একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
মাহাতাব হত্যার ঘটনায় আজ শনিবার (১৭ মে) দুপুরে তাঁর আরেক ভাই রিপন শেখ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কামটা গ্রামের মোল্লা জাকির হোসেনের ছেলে।
নিহতের ভাই রিপন শেখ জানান, গতকাল শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মাহাতাব শেখ বাড়ির পাশে একটি পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা তার ওপর হামলা চালায়। এ সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে মাহাতাব শেখ তার ভাইপো মহাসিন শেখের কাছে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকজন তাকে নলধাবাগ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়। এদিকে নিহতের ভাই, ইউপি সদস্য মোস্তফা শেখ গত বুধবার (১৪ মে) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে পরিবার জানায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৮ মিনিট আগে