বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নেতা-কর্মীরা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। বিভিন্ন সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

শনিবার রাতে ইউনিয়নের বেতবুনিয়া পাকা রাস্তার মাথায় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ ১১ জনকে মারধর করেন। ওই রাতেই আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার (৩ আগস্ট) বিকেলে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের লোকজন পুলিশের অনুমতিতে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনের জন্য জড়ো হলে আব্দুল আলিমের লোকজন অতর্কিত সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজনের ওপর হামলা করেন।
এতে সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজুসহ কয়েকজন গুরুতর আহত হন। এই হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন আব্দুল আলিমের লোকজনের ওপর হামলা করেন। তাঁরা আব্দুল আলিমের বসতবাড়ি এবং সন্ন্যাসী বাজারের ২০টি দোকান ভাঙচুর করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সন্ন্যাসী বাজারে দেখা যায়, পুলিশের সামনেই সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন দফায় দফায় আব্দুল আলিমের লোকজনকে মারধরের চেষ্টা করছেন। বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করছেন। আর বাজারের পাশে থাকা দুটি ভবনের ছাদ থেকে সাজুর লোকদের ওপর ইট ছোড়া হচ্ছে। পুলিশ থামানোর চেষ্টা করলেও ক্ষুব্ধ নেতা-কর্মীরা থামছেন না।
মল্লিকেরবেড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, হামলায় অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন।

বাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নেতা-কর্মীরা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। বিভিন্ন সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

শনিবার রাতে ইউনিয়নের বেতবুনিয়া পাকা রাস্তার মাথায় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ ১১ জনকে মারধর করেন। ওই রাতেই আহতদের মধ্যে কয়েকজনকে বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার (৩ আগস্ট) বিকেলে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকের লোকজন পুলিশের অনুমতিতে মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনের জন্য জড়ো হলে আব্দুল আলিমের লোকজন অতর্কিত সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজনের ওপর হামলা করেন।
এতে সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজুসহ কয়েকজন গুরুতর আহত হন। এই হামলার বিষয়টি ছড়িয়ে পড়লে সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন আব্দুল আলিমের লোকজনের ওপর হামলা করেন। তাঁরা আব্দুল আলিমের বসতবাড়ি এবং সন্ন্যাসী বাজারের ২০টি দোকান ভাঙচুর করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সন্ন্যাসী বাজারে দেখা যায়, পুলিশের সামনেই সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু ও তাঁর লোকজন দফায় দফায় আব্দুল আলিমের লোকজনকে মারধরের চেষ্টা করছেন। বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করছেন। আর বাজারের পাশে থাকা দুটি ভবনের ছাদ থেকে সাজুর লোকদের ওপর ইট ছোড়া হচ্ছে। পুলিশ থামানোর চেষ্টা করলেও ক্ষুব্ধ নেতা-কর্মীরা থামছেন না।
মল্লিকেরবেড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, হামলায় অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৩ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে