Ajker Patrika

সমুদ্রসীমায় অনুপ্রবেশ, ১৬ ভারতীয় জেলে কারাগারে

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
সমুদ্রসীমায় অনুপ্রবেশ, ১৬ ভারতীয় জেলে কারাগারে
বাগেরহাটে ১৬ ভারতীয় জেলে কারাগারে। ছবি: আজকের পত্রিকা

সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মৎস্য শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল বুধবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার থানায় মামলার পর পুলিশ গ্রেপ্তার জেলেদের আদালত হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরার অপরাধে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত