ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান আটক করা হয়েছে। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে আটক ও সারগুলো জব্দ করে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মল্লিক রফিকুল ইসলাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসির সারের ডিলার।
এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা আজ রোববার ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুটি ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার বিক্রির জন্য রূপসা উপজেলার আলাইপুর বাজারে নেওয়ার সময় এলাকাবাসী আটক করেন। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধু সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিশ্চিত করতে ইউএনওর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান আটক করা হয়েছে। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে আটক ও সারগুলো জব্দ করে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মল্লিক রফিকুল ইসলাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসির সারের ডিলার।
এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা আজ রোববার ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুটি ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার বিক্রির জন্য রূপসা উপজেলার আলাইপুর বাজারে নেওয়ার সময় এলাকাবাসী আটক করেন। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধু সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিশ্চিত করতে ইউএনওর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
৩৮ মিনিট আগে