Ajker Patrika

ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 
ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। অভিযানে কাভার্ড ভ্যানের পেছনের অংশে লুকানো গাঁজার চালানটি জব্দ করা হয়।

আটক তিনজন হলেন—নোয়াখালীর সুধারাম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক মীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত