সিলেট প্রতিনিধি

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার, সেটা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে ৪ হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে। তা ছাড়া অন্যান্য বাহিনীতেও ইলেকশনের আগে আমরা প্রশিক্ষণ দেব। আগামী ৭ তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন হলে আমরা এটার উদ্বোধন করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি। বিজিবি, আনসার, তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে। এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে। পুলিশ সব জায়গায় ২ জন করে, আবার কোনো জায়গায় ৩ জন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। বিজিবি, র্যাব, এবিপিএন সবাই থাকবে। এবার শুধু আমরা সেনাবাহিনী নয়, বিমানবাহিনী, নৌবাহিনীসহ সবাইকে কাজে লাগাব।’
পুলিশের লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে আপনারা তথ্য দিয়ে ভূমিকা পালন করছেন, আমরা আশা করি, আপনারা এটা আবারও করবেন। আমরা আপনাদের তথ্য গোপন রাখব। তথ্যের (ইনফরমেশন) ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে আপনাদের পুরস্কৃত করা হবে। একেকজনের একেক মত থাকবে। একেকজন তাঁর মতপ্রকাশ করবে। এটাই তো গণতন্ত্রের একটা ভিউ। এটাই তো সৌন্দর্য। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আমাদের সবার ধৈর্যশক্তি একটু কমে গেছে। এটাই তো আমাদের সবার চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। এতে আমরা অনেক সমস্যার সমাধান করব।’
নুরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নুরুল হক নুরের ওপর আক্রমণটা দুর্ভাগ্যজনক। তিনি একটা জাতীয় পর্যায়ের নেতা। তাঁর ওপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এ দোয়া আমরা করি।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না। আমি আশা করি, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে।’
সাদাপাথর লুট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। প্রতিবেদনটা যাবে তাদের কাছে। তাদের কাছ থেকে হয়তো আমরা জানতে পারব। বাট আমি এ ব্যাপারে এখন পর্যন্ত জানি না। এ জন্য কিছু বলতে পারব না। আপনারা সাদাপাথরের এই যে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ।’

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার, সেটা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। এর আগে ৪ হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে। এখন একটা ব্যাচ এখনো ট্রেনিং করতেছে এবং আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাবে। তা ছাড়া অন্যান্য বাহিনীতেও ইলেকশনের আগে আমরা প্রশিক্ষণ দেব। আগামী ৭ তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন হলে আমরা এটার উদ্বোধন করব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি। বিজিবি, আনসার, তাদেরও আমরা অনুরোধ করেছি। ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। আগে ১২ জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে। এখন আরেকজন বাড়িয়ে দেব প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে। পুলিশ সব জায়গায় ২ জন করে, আবার কোনো জায়গায় ৩ জন করে থাকবে। সেনাবাহিনী তো মোবাইলে থাকবে। বিজিবি, র্যাব, এবিপিএন সবাই থাকবে। এবার শুধু আমরা সেনাবাহিনী নয়, বিমানবাহিনী, নৌবাহিনীসহ সবাইকে কাজে লাগাব।’
পুলিশের লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে আপনারা তথ্য দিয়ে ভূমিকা পালন করছেন, আমরা আশা করি, আপনারা এটা আবারও করবেন। আমরা আপনাদের তথ্য গোপন রাখব। তথ্যের (ইনফরমেশন) ভিত্তিতে অস্ত্র উদ্ধার হলে আপনাদের পুরস্কৃত করা হবে। একেকজনের একেক মত থাকবে। একেকজন তাঁর মতপ্রকাশ করবে। এটাই তো গণতন্ত্রের একটা ভিউ। এটাই তো সৌন্দর্য। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আমাদের সবার ধৈর্যশক্তি একটু কমে গেছে। এটাই তো আমাদের সবার চেষ্টা করতে হবে। আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। এতে আমরা অনেক সমস্যার সমাধান করব।’
নুরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নুরুল হক নুরের ওপর আক্রমণটা দুর্ভাগ্যজনক। তিনি একটা জাতীয় পর্যায়ের নেতা। তাঁর ওপর আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এ দোয়া আমরা করি।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বা সব জায়গায় তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে না। আমি আশা করি, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে।’
সাদাপাথর লুট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। প্রতিবেদনটা যাবে তাদের কাছে। তাদের কাছ থেকে হয়তো আমরা জানতে পারব। বাট আমি এ ব্যাপারে এখন পর্যন্ত জানি না। এ জন্য কিছু বলতে পারব না। আপনারা সাদাপাথরের এই যে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে