কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জরুরি কাজে বাইরে বের হলে নির্ধারিত হলুদ নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিদেশি মিশনগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কূটনৈতিক ও কনসুল্যার মিশনের সদস্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক মিশনের সদস্যদের ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জরুরি দাপ্তরিক কাজ, ওষুধ, জরুরি খাদ্য কেনা এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণের কাজে ডিপ্লোম্যাটি নম্বরযুক্ত দাপ্তরিক গাড়ি ব্যবহার করা যাবে। এছাড়া কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য বৈধ টিকাবই নিয়েও বের হতে পারবেন তারা।
করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা, থানা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি সরবরাহ, গ্যাস ও তেল সরবরাহ, ইন্টারনেট ও টেলিফোনের মতো জরুরি সেবা এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পাশাপাশি এ সময় সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সড়ক, রেল, নদীপথসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলসহ সব যাত্রীবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এ সময়ে ঘরে বসে কাজ করবে। সব মহাপরিচালক এ সময়ে টেলিফোনে সেবা দেবেন। এছাড়া রাষ্ট্রীয় সংস্থা প্রধান ও করোনা সেলের প্রধান এ সময়ে বিদেশি মিশনের জরুরি প্রয়োজনে সাড়া দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জরুরি কাজে বাইরে বের হলে নির্ধারিত হলুদ নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিদেশি মিশনগুলোকে এ নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, কূটনৈতিক ও কনসুল্যার মিশনের সদস্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক মিশনের সদস্যদের ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জরুরি দাপ্তরিক কাজ, ওষুধ, জরুরি খাদ্য কেনা এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণের কাজে ডিপ্লোম্যাটি নম্বরযুক্ত দাপ্তরিক গাড়ি ব্যবহার করা যাবে। এছাড়া কোভিড-১৯ টিকা নেওয়ার জন্য বৈধ টিকাবই নিয়েও বের হতে পারবেন তারা।
করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারা দেশে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্য সেবা, থানা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি সরবরাহ, গ্যাস ও তেল সরবরাহ, ইন্টারনেট ও টেলিফোনের মতো জরুরি সেবা এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পাশাপাশি এ সময় সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সড়ক, রেল, নদীপথসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলসহ সব যাত্রীবাহী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো এ সময়ে ঘরে বসে কাজ করবে। সব মহাপরিচালক এ সময়ে টেলিফোনে সেবা দেবেন। এছাড়া রাষ্ট্রীয় সংস্থা প্রধান ও করোনা সেলের প্রধান এ সময়ে বিদেশি মিশনের জরুরি প্রয়োজনে সাড়া দেবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩৮ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে