Ajker Patrika

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৩: ০০
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে না আসা পর্যন্ত তাঁরা অবরোধ তুলে নেবেন না।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে অবরোধ চলাকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী রেলক্রসিং অতিক্রমের সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি গতি কমিয়ে চলতে থাকলেও পুরোপুরি না থামায় বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে ইট–পাটকেল নিক্ষেপ করেন, ফলে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেললাইন ও সড়কের সব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে তাঁরা কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করেছেন। আজকের কর্মসূচির মাধ্যমে তাঁরা তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের বিষয়েও দাবি তুলেছেন।

সরকারি প্রশাসন এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত