Ajker Patrika

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার চান্দগাঁও বানিয়ারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তাহসিন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে। তিনি ওই এলাকায় ইট-বালু ব্যবসা করতেন। 

এদিকে নিহত তাহসিনকে নিজেকে কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একাধিক সূত্র। তাঁরা জানান, তাহসিন ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ে সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর অনুসারী। 

জানা গেছে, বিকেল চারটার দিকে চান্দগাঁও সমশের পাড়া মেডিকেল এলাকায় তাহসিন তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় কালো একটি নোহা নিয়ে আসা কয়েকজন যুবক গাড়ি থেকে নেমেই তাহসিনকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে। এ সময় প্রাণভিক্ষা চেয়েছিল তাহসিন। পরে সন্ত্রাসীরা যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সরোয়ার নিজ দলের লোকদের পাশাপাশি এলাকায় ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিহত তাহসিন এলাকায় ইট-বালু ব্যবসা করতেন। তাঁর সঙ্গে সরোয়ারের যোগাযোগ ছিল। 

তারা আরও জানান, নগরীর অক্সিজেন, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় উঠতি সন্ত্রাসী শিবির ক্যাডার ছোট সাজ্জাদ ও তাঁর দলবল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিদেশে পলাতক জামায়াত-শিবিরের আরেক ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত এই ছোট সাজ্জাদ। 

তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে অক্সিজেন কুয়াইশ সড়কে যুবলীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিকেলে কালো একটি নোহা গাড়ি করে কয়েকজন এসে তাহসিনকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করে পরে চলে যায়। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। 

তিনি বলেন, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধ থেকে শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী আরেক সাজ্জাদ (ছোট) দলবল নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। 

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজন নিহত হয়েছেন। বর্তমানে তাঁর লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত