নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার চান্দগাঁও বানিয়ারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তাহসিন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে। তিনি ওই এলাকায় ইট-বালু ব্যবসা করতেন।
এদিকে নিহত তাহসিনকে নিজেকে কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একাধিক সূত্র। তাঁরা জানান, তাহসিন ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ে সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর অনুসারী।
জানা গেছে, বিকেল চারটার দিকে চান্দগাঁও সমশের পাড়া মেডিকেল এলাকায় তাহসিন তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় কালো একটি নোহা নিয়ে আসা কয়েকজন যুবক গাড়ি থেকে নেমেই তাহসিনকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে। এ সময় প্রাণভিক্ষা চেয়েছিল তাহসিন। পরে সন্ত্রাসীরা যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সরোয়ার নিজ দলের লোকদের পাশাপাশি এলাকায় ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিহত তাহসিন এলাকায় ইট-বালু ব্যবসা করতেন। তাঁর সঙ্গে সরোয়ারের যোগাযোগ ছিল।
তারা আরও জানান, নগরীর অক্সিজেন, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় উঠতি সন্ত্রাসী শিবির ক্যাডার ছোট সাজ্জাদ ও তাঁর দলবল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিদেশে পলাতক জামায়াত-শিবিরের আরেক ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত এই ছোট সাজ্জাদ।
তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে অক্সিজেন কুয়াইশ সড়কে যুবলীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিকেলে কালো একটি নোহা গাড়ি করে কয়েকজন এসে তাহসিনকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করে পরে চলে যায়। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।
তিনি বলেন, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধ থেকে শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী আরেক সাজ্জাদ (ছোট) দলবল নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজন নিহত হয়েছেন। বর্তমানে তাঁর লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

চট্টগ্রামের চান্দগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার চান্দগাঁও বানিয়ারা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তাহসিন চান্দগাঁও থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রি বাড়ির মো. মুসার ছেলে। তিনি ওই এলাকায় ইট-বালু ব্যবসা করতেন।
এদিকে নিহত তাহসিনকে নিজেকে কর্মী বলে দাবি করেছে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একাধিক সূত্র। তাঁরা জানান, তাহসিন ওমরগনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ে সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর অনুসারী।
জানা গেছে, বিকেল চারটার দিকে চান্দগাঁও সমশের পাড়া মেডিকেল এলাকায় তাহসিন তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় কালো একটি নোহা নিয়ে আসা কয়েকজন যুবক গাড়ি থেকে নেমেই তাহসিনকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে। এ সময় প্রাণভিক্ষা চেয়েছিল তাহসিন। পরে সন্ত্রাসীরা যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সরোয়ার নিজ দলের লোকদের পাশাপাশি এলাকায় ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিহত তাহসিন এলাকায় ইট-বালু ব্যবসা করতেন। তাঁর সঙ্গে সরোয়ারের যোগাযোগ ছিল।
তারা আরও জানান, নগরীর অক্সিজেন, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় উঠতি সন্ত্রাসী শিবির ক্যাডার ছোট সাজ্জাদ ও তাঁর দলবল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিদেশে পলাতক জামায়াত-শিবিরের আরেক ক্যাডার সাজ্জাদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত এই ছোট সাজ্জাদ।
তাঁর বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে অক্সিজেন কুয়াইশ সড়কে যুবলীগ নেতাসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় দুটি মামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, বিকেলে কালো একটি নোহা গাড়ি করে কয়েকজন এসে তাহসিনকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করে পরে চলে যায়। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।
তিনি বলেন, এলাকায় আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও সরোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধ থেকে শিবির ক্যাডার সাজ্জাদের অনুসারী আরেক সাজ্জাদ (ছোট) দলবল নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজন নিহত হয়েছেন। বর্তমানে তাঁর লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে