খুলনা প্রতিনিধি

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, রায়হান এবং আরও ৯ যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাপ্পিকে পতিত সরকারের দোসর আখ্যায়িত করে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে টাকা না দিলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে বলে হুমকি দেন।
এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদের ধাওয়া দেয়। এ সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘রাতে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে এবং চাঁদা চায়। কিন্তু বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তাঁরা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।’
এ বিষয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন।
গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানান, রায়হান এবং আরও ৯ যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করেন। তাঁরা বাপ্পিকে পতিত সরকারের দোসর আখ্যায়িত করে তাঁর কাছে ৩ লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে টাকা না দিলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে বলে হুমকি দেন।
এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদের ধাওয়া দেয়। এ সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘রাতে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকে এবং চাঁদা চায়। কিন্তু বাপ্পি টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটকে পুলিশে সোপর্দ করে। রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তাঁরা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।’
এ বিষয়ে খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩২ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে