নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রচারণার কাজে নিয়োজিত একটি ভোটের গাড়ি নালিতাবাড়ীতে আসে। এটি উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে প্রায় ২৫ মিনিট অবস্থান করে ভিডিও চিত্র প্রদর্শন করে চলে যায়। এ সময় চেয়ারে বসে ভিডিও চিত্র দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাতে গোনা কয়েকজন।
অনেকেই বলছেন, যেনতেনভাবে প্রচারণা চালিয়ে চলে যাওয়ায় শহরের বেশির ভাগ অংশ ভোটের গাড়ি আসার বিষয়ে অবগত নয়। তেমনি ইউনিয়ন ও গ্রামাঞ্চলের ভোটাররাও বলছেন, ভোটের গাড়ি কবে, কেন এসেছে; তা জানেন না তাঁরা।
নালিতাবাড়ী পৌরসভার বাসিন্দা নয়ন মিয়া বলেন, ‘ভোটের গাড়ি! এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। জীবনে এই নাম প্রথম শুনলাম। এটা আবার কেমন জিনিস?’
তরুণ ভোটার সৈয়দ রাসেল বলেন, ‘ভোটের গাড়ি কখন এল, কখন গেল, কিছুই জানি না। গাড়ি আসবে, এটা আগে জানা থাকলে অন্তত দেখতে যেতাম।’
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা হলেও সচেতন। কিন্তু প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। প্রান্তিক পর্যায়ে প্রচারণা না পৌঁছালে সরকারের এই উদ্যোগের সুফল পাওয়া যাবে না।’
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোরশেদ আলম বলেন, ‘ভোটের গাড়ি বুধবার নালিতাবাড়ীতে এসেছিল। তবে তাদের প্রচারণার বিষয়টি আমরা দেখভাল করি না। এ বিষয়ে জেলা তথ্য অধিদপ্তর ভালো বলতে পারবে।’
শেরপুর জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ভোটের গাড়ি আমরা নিয়ন্ত্রণ করি না। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। তবে ভোটের গাড়ি এলে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি। মূলত ভোটের গাড়ির প্রচারণার বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় দেখাশোনা করে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রচারণার কাজে নিয়োজিত একটি ভোটের গাড়ি নালিতাবাড়ীতে আসে। এটি উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে প্রায় ২৫ মিনিট অবস্থান করে ভিডিও চিত্র প্রদর্শন করে চলে যায়। এ সময় চেয়ারে বসে ভিডিও চিত্র দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং হাতে গোনা কয়েকজন।
অনেকেই বলছেন, যেনতেনভাবে প্রচারণা চালিয়ে চলে যাওয়ায় শহরের বেশির ভাগ অংশ ভোটের গাড়ি আসার বিষয়ে অবগত নয়। তেমনি ইউনিয়ন ও গ্রামাঞ্চলের ভোটাররাও বলছেন, ভোটের গাড়ি কবে, কেন এসেছে; তা জানেন না তাঁরা।
নালিতাবাড়ী পৌরসভার বাসিন্দা নয়ন মিয়া বলেন, ‘ভোটের গাড়ি! এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। জীবনে এই নাম প্রথম শুনলাম। এটা আবার কেমন জিনিস?’
তরুণ ভোটার সৈয়দ রাসেল বলেন, ‘ভোটের গাড়ি কখন এল, কখন গেল, কিছুই জানি না। গাড়ি আসবে, এটা আগে জানা থাকলে অন্তত দেখতে যেতাম।’
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা হলেও সচেতন। কিন্তু প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। প্রান্তিক পর্যায়ে প্রচারণা না পৌঁছালে সরকারের এই উদ্যোগের সুফল পাওয়া যাবে না।’
জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম মোরশেদ আলম বলেন, ‘ভোটের গাড়ি বুধবার নালিতাবাড়ীতে এসেছিল। তবে তাদের প্রচারণার বিষয়টি আমরা দেখভাল করি না। এ বিষয়ে জেলা তথ্য অধিদপ্তর ভালো বলতে পারবে।’
শেরপুর জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘ভোটের গাড়ি আমরা নিয়ন্ত্রণ করি না। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। তবে ভোটের গাড়ি এলে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি। মূলত ভোটের গাড়ির প্রচারণার বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয় দেখাশোনা করে।’

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
২ মিনিট আগে
পাবনার ৫টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পাবনা-৫ আসন (সদর)। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে লড়বেন চারজন। তবে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইনের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
১২ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
২ ঘণ্টা আগে