আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামাল চুরির পাশাপাশি তাঁর শিশু সন্তানকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যান। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তাঁরা শিশুটিকেও নিয়ে যান।
সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ বলছে, এই বাসাতে একজন নারী সাবলেট থাকতেন। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী (ফারজানা আক্তার)।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তাঁরা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যান।’
এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামাল চুরির পাশাপাশি তাঁর শিশু সন্তানকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যান। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তাঁরা শিশুটিকেও নিয়ে যান।
সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ বলছে, এই বাসাতে একজন নারী সাবলেট থাকতেন। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী (ফারজানা আক্তার)।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তাঁরা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যান।’
এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে