আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামাল চুরির পাশাপাশি তাঁর শিশু সন্তানকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যান। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তাঁরা শিশুটিকেও নিয়ে যান।
সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ বলছে, এই বাসাতে একজন নারী সাবলেট থাকতেন। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী (ফারজানা আক্তার)।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তাঁরা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যান।’
এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে মালামাল চুরির পাশাপাশি তাঁর শিশু সন্তানকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘শিশুটির মা সরকারি চাকরিজীবী। তাঁরা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দুপুরে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় আসেন। তখন অন্য জিনিসপত্রের সঙ্গে শিশুটিকেও নিয়ে যান। সিসি ক্যামেরা অনুসরণ করে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। তবে এখনো শিশুটিকে পাওয়া যায়নি।’
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে একজন মহিলা ও দুজন পুরুষ তাঁদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় তাঁরা শিশুটিকেও নিয়ে যান।
সিসিটিভি বিশ্লেষণ করে পুলিশ বলছে, এই বাসাতে একজন নারী সাবলেট থাকতেন। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘পরিচিত হিসেবে কোনো ডকুমেন্টস না রেখেই মেয়েটিকে ওঠানো হয়। সেই মেয়েটি আমাদের প্রধান সাসপেক্ট। কিন্তু তার নাম-ঠিকানা বা কোথায় কাজ করত কিছুই বলতে পারছেন না গৃহকর্ত্রী (ফারজানা আক্তার)।’
ঘটনার সময় গৃহকর্ত্রী এবং সাবলেট ওঠা ওই নারী বাসায় ছিলেন জানিয়ে ওসি বলেন, ‘জড়িত অন্যরা এলে সাবলেটে ওঠা মেয়েটি দরজা খুলে দেয়। তারপর তাঁরা গৃহকর্ত্রীকে বেঁধে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বাচ্চাটিকে নিয়ে চলে যান।’
এদিকে এ ঘটনায় শিশুটির ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফারজানা আক্তারের এক সহকর্মী ওই পোস্টে লেখেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে