আজকের পত্রিকা ডেস্ক

বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে গতকাল রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।
একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:

বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে গতকাল রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।
একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে