সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজারের উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সিফাত তার সহকর্মী ও বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে ঘুরতে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে। এ সময় তারা দুজনে সমুদ্রে গোসলে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা একটি ফেরির দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।
ঘটনার পর ফেরিঘাটে থাকা লোকজন সিফাতকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাঁরা ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরও স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।

পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর উদ্ধার তৎপরতা চালায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্র উপকূলে সিফাতের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উত্তাল সাগর ও জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত কক্সবাজারের উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সিফাত তার সহকর্মী ও বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে ঘুরতে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে। এ সময় তারা দুজনে সমুদ্রে গোসলে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা একটি ফেরির দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।
ঘটনার পর ফেরিঘাটে থাকা লোকজন সিফাতকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাঁরা ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরও স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।

পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর উদ্ধার তৎপরতা চালায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্র উপকূলে সিফাতের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উত্তাল সাগর ও জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে