Ajker Patrika

সিরাজদিখানে কমিউনিটি সেন্টারের বাইরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে অজ্ঞাত বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা
সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে অজ্ঞাত বৃদ্ধা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর ফারিহা কমিউনিটি সেন্টারের বাইরে তিন দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছর বয়সী ওই নারী কোথা থেকে এসেছেন বা তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। তিনি এতটাই দুর্বল ছিলেন যে কথা বলতে বা নড়াচড়া করতেও পারছিলেন না। স্থানীয়ভাবে খাবার দেওয়া হলেও তিনি খেতে অক্ষম ছিলেন এবং নিজ শরীরেই মল-মূত্র ত্যাগ করছিলেন।

কমিউনিটি সেন্টারের এক কর্মী বলেন, ‘তিন দিন ধরে আমরা তাঁকে সাহায্য করেছি, গোসল করিয়েছি, খাবার দিয়েছি। আজ ভোরে তাঁর নিথর দেহ দেখতে পাই।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘মঙ্গলবার ভোরে বৃদ্ধাটি মারা গেলে আমরা বিষয়টি শেখরনগর তদন্তকেন্দ্রকে জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহযোগিতায় দাফন-কাফনের ব্যবস্থা গ্রহণ করে।’

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘ইউএনও মহোদয় “বেওয়ারিশ” হিসেবে বৃদ্ধার দাফনের নির্দেশ দিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা সম্পন্ন করেছি।’

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে থানাকে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত