নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া পঞ্চম ব্যক্তি ছিলেন রিকশাচালক। তাঁর নাম রমজান মুন্সি (৩২)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবারের ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্লা (৪৫)।
এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)।
রমজান মুন্সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
হাসপাতালে নিহত রমজান মুন্সির ভাই হিরা মুন্সি জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান রিকশা চালাতেন। গত বুধবার সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার এনসিপির নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেলে তাঁদের কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর হামলাকারী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গুলি, ককটেল হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগ সদস্যসহ পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেন বলে জানিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া পঞ্চম ব্যক্তি ছিলেন রিকশাচালক। তাঁর নাম রমজান মুন্সি (৩২)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবারের ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ নিয়ে পাঁচজন মারা গেলেন। এর আগে এ ঘটনায় নিহত হন গোপালগঞ্জ জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), শহরের থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২৪), সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্লা (৪৫)।
এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন সুমন বিশ্বাস (২০) ও আব্বাস আলী সরকার (৩০)।
রমজান মুন্সির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
হাসপাতালে নিহত রমজান মুন্সির ভাই হিরা মুন্সি জানান, তাঁদের বাড়ি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকায়। রমজান রিকশা চালাতেন। গত বুধবার সকালে রিকশা নিয়ে বের হন তিনি। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় যান। সেখানে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ হন রমজান। পরে তাঁকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান।
উল্লেখ্য, দেশজুড়ে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত বুধবার এনসিপির নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেলে তাঁদের কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর হামলাকারী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গুলি, ককটেল হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে যুবলীগ সদস্যসহ পাঁচজন নিহত এবং পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গোপালগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা করেন বলে জানিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
১৬ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে