৩ সংগঠনের কর্মসূচি

রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগ এলাকায় একযোগে তিনটি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে আজ সকাল থেকে মোড়টি বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কগুলোতে প্রচণ্ড যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বৃদ্ধসহ নানা শ্রেণি ও বয়সের মানুষ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকেন্দ্রিক বড় কর্মসূচি হওয়ায় আগের দিনই যানজটের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল পুলিশ কর্তৃপক্ষ।
সকাল থেকে যান চলাচলের গতিপথ পাল্টে দেওয়ায় বিকল্প রুটগুলোতেও গাড়ির চাপ বেড়ে যায়। দুপুর গড়াতেই এই চাপ ছড়িয়ে পড়ে ফার্মগেট, মৌচাক, ধানমন্ডিসহ গুরুত্বপূর্ণ এলাকায়। ট্রাফিক পুলিশ যান চলাচল সচল রাখতে ‘সর্বোচ্চ চেষ্টা’র কথা বললেও বিকেলের দিকে যানজটের ভোগান্তি আরও বেড়ে যায়। একই সঙ্গে বাসের মতো গণপরিবহনের অভাব থাকায় ভোগান্তিতে পড়েন অনেক মানুষ। অফিস ছুটির সময় কষ্ট আরও বেড়ে যায়।
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভা এবং সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি সাংস্কৃতিক সংগঠন ‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই তিন কর্মসূচির কারণে সকাল থেকেই শাহবাগ চত্বরের চারপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়। এর প্রভাব পড়ে আশপাশের বড় এলাকাজুড়ে।
রমনা ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকেই শাহবাগ এলাকায় ডাইভারশন চালু করা হয়। এতগুলো কর্মসূচি কাছাকাছি হওয়ায় কিছুটা চাপ স্বাভাবিক।’
ট্রাফিক কনস্টেবল সারোয়ার বলেন, ‘পল্টন থেকে শাহবাগ ও বাংলামোটরের সব যানবাহনকেই কাকরাইল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এতে কাকরাইল-মৌচাক রুটে যানজট কিছুটা বেড়ে যায়। সভা-সমাবেশ হলে এতটুকু যানজট স্বাভাবিক।’
গুলিস্তান থেকে বাড্ডাগামী বাসযাত্রী খালেক হোসেন বলেন, ‘কিছু বাস এলেও অনেক ভিড়। যাত্রীর অনেক চাপ।’
ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান আজকের পত্রিকার সঙ্গে আলাপে দাবি করেন, আগে থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়ায় ‘অপ্রয়োজনীয় চলাচল’ কমেছে এবং ভোগান্তিও কিছুটা কম হয়েছে।
ছাত্রদল ও এনসিপির তরফ থেকে দলটির কোনো কোনো নেতা সম্ভাব্য যানজটের কথা বলে শনিবার আগাম দুঃখপ্রকাশ করেছিলেন।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৩ ঘণ্টা আগে