ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুটি মহাসড়কের ওপর গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কয়েক হাজার জনতা। এতে কার্যত দক্ষিণবঙ্গের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ সকাল ৮টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের হামিরদি বাসস্ট্যান্ড, সোয়াদি, মনসুরাবাদে এই অবরোধ করা হয়। এতে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখার সময়) অবরোধ চলতে থাকে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও দাবি আদায়ে অনড় অবরোধকারীরা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা (ফরিদপুর-২) আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে হাজার হাজার মানুষ। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় নেতৃত্ব দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া। তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই সালথা-নগরকান্দায় (ফরিদপুর-২) যাব না। নির্বাচন কমিশন থেকে যতক্ষণ আমাদের না বলবে, ততক্ষণ সড়ক ছাড়ব না। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করে এ দুটি ইউনিয়ন ফিরিয়ে দিতে হবে।
বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন। এ সময় ইউএনও মিজানুর রহমান আশ্বস্ত করতে গিয়ে বলেন, আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনসহ ঊর্ধ্বতনদের জানিয়েছি, আশা করি ভালো সমাধান হবে। তিনি অবরোধকারীদের সড়ক ছাড়ার অনুরোধ করেন। তবে স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে দুটি মহাসড়কের ওপর গাছ ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে কয়েক হাজার জনতা। এতে কার্যত দক্ষিণবঙ্গের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ সকাল ৮টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের হামিরদি বাসস্ট্যান্ড, সোয়াদি, মনসুরাবাদে এই অবরোধ করা হয়। এতে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখার সময়) অবরোধ চলতে থাকে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন গিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও দাবি আদায়ে অনড় অবরোধকারীরা।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা (ফরিদপুর-২) আসনের অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে হাজার হাজার মানুষ। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় নেতৃত্ব দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া। তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই সালথা-নগরকান্দায় (ফরিদপুর-২) যাব না। নির্বাচন কমিশন থেকে যতক্ষণ আমাদের না বলবে, ততক্ষণ সড়ক ছাড়ব না। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করে এ দুটি ইউনিয়ন ফিরিয়ে দিতে হবে।
বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন। এ সময় ইউএনও মিজানুর রহমান আশ্বস্ত করতে গিয়ে বলেন, আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনসহ ঊর্ধ্বতনদের জানিয়েছি, আশা করি ভালো সমাধান হবে। তিনি অবরোধকারীদের সড়ক ছাড়ার অনুরোধ করেন। তবে স্থানীয়রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে