ফরিদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমির মাটিতে পৌঁছেছেন তিনি।
আজ সোমবার বেলা ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পাশের সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।
হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মিছিলসহ নিজ বাড়িতে পৌঁছান বিএনপির এই নেতা।
দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার পর এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ডাইনি হাসিনার কবলে আমরা অনেকে নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদারি আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। এই শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।’
হাবিব বলেন, ‘আপনারা জানেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।’
হাসিবুল হাসান হাবিব উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমি কারও প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। কারণ, আমি কোনো দিন নির্বাচন করব না। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক নয়। আমি সবার পাশে থাকতে চাই এবং দলকে সুসংগঠিত করতে চাই।’
এদিকে হাবিবের আগমন উপলক্ষে সন্ধ্যায় তাঁর বাড়ির আঙিনায় ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়’ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আরও খবর পড়ুন:

আওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায় আনন্দঘন পরিবেশে হেলিকপ্টারে করে নিজ জন্মভূমির মাটিতে পৌঁছেছেন তিনি।
আজ সোমবার বেলা ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পাশের সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।
হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে মিছিলসহ নিজ বাড়িতে পৌঁছান বিএনপির এই নেতা।
দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার পর এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী ডাইনি হাসিনার কবলে আমরা অনেকে নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদারি আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। এই শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।’
হাবিব বলেন, ‘আপনারা জানেন, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।’
হাসিবুল হাসান হাবিব উপস্থিত সবার উদ্দেশে বলেন, ‘আমি কারও প্রতিদ্বন্দ্বী হতে আসিনি। কারণ, আমি কোনো দিন নির্বাচন করব না। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক নয়। আমি সবার পাশে থাকতে চাই এবং দলকে সুসংগঠিত করতে চাই।’
এদিকে হাবিবের আগমন উপলক্ষে সন্ধ্যায় তাঁর বাড়ির আঙিনায় ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়’ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আরও খবর পড়ুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৪ মিনিট আগে