Ajker Patrika

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
গ্রেপ্তার বাবুল হোসেন (৪৯)। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার বাবুল হোসেন (৪৯)। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ভাষানটেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বাবুল হোসেন (৪৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে ভাষানটেকের বাগানবাড়ির ১৬১/৪১ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ। আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকালে বাবুল হোসেনের কাছ থেকে দুটি বড় ছোরা ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়েছে। তিনি ভাষানটেকের বাগানবাড়ি এলাকার জব্বার ব্যাপারীর ছেলে।

সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন। তিনি ৫ আগস্টের পর জমি দখল, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া বিগত সময়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে সখ্যতা রক্ষা করতেন।

এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ভাষানটেকের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাবুলকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তারের পর তাঁকে আজ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

সিঙ্গার বাংলাদেশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত