বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি একটি রাস্তা খুঁড়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ উঠেছে। দুই নেতা হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. মাসুদ আলম মৃধা।
এর মধ্যে মো. সিদ্দিকুর রহমান সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলম মৃধা বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হচ্ছিল। কেননা পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগে দুই নেতা ইটগুলো রাতের আঁধারে বিক্রি করে দেয়।
গত ২৯ ডিসেম্বর রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার এবং মো. রিয়াজ। আর বিএনপি নেতা মো. সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ইউপি সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের রাস্তার ইটগুলো তুলে পরিষদের সামনে রাখা হয়। পুলিশ এসে বিক্রীত কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা জানায় তারা মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইটগুলো কিনেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা আজকের পত্রিকাকে বলেন, বেড়ি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, সরকারি ইট বিক্রির সঙ্গে বর্তমান ও সাবেক দুই মেম্বারের জড়িত থাকার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে ইটের দুইজন ক্রেতা ও বর্তমান এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি একটি রাস্তা খুঁড়ে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে ইট বিক্রির অভিযোগ উঠেছে। দুই নেতা হলেন- মো. সিদ্দিকুর রহমান ও মো. মাসুদ আলম মৃধা।
এর মধ্যে মো. সিদ্দিকুর রহমান সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলম মৃধা বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হচ্ছিল। কেননা পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির ওপর বাঁধ নির্মাণ করছে। বাঁধের কাজের সুবিধার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখা হয়েছিল। সেখান থেকে বিএনপি এবং আওয়ামী লীগে দুই নেতা ইটগুলো রাতের আঁধারে বিক্রি করে দেয়।
গত ২৯ ডিসেম্বর রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- বর্তমান ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার এবং মো. রিয়াজ। আর বিএনপি নেতা মো. সিদ্দিকুর রহমান পলাতক রয়েছেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ইউপি সদস্য মাসুদকে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা মো. বজলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজ শুরু হওয়ায় ইউনিয়ন পরিষদের রাস্তার ইটগুলো তুলে পরিষদের সামনে রাখা হয়। পুলিশ এসে বিক্রীত কিছু ইট উদ্ধার করে। ইটের ক্রেতারা জানায় তারা মাসুদ মেম্বার ও সিদ্দিক মেম্বারের কাছ থেকে ইটগুলো কিনেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা আজকের পত্রিকাকে বলেন, বেড়ি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী আজকের পত্রিকাকে বলেন, সরকারি ইট বিক্রির সঙ্গে বর্তমান ও সাবেক দুই মেম্বারের জড়িত থাকার কথা জানতে পেরেছি। ইতিমধ্যে ইটের দুইজন ক্রেতা ও বর্তমান এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২১ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
১ ঘণ্টা আগে