নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে স্ত্রী ও কন্যাসন্তান মেহেরিমা নূর আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর যাচ্ছিলেন বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী ইউনিয়নে। কিন্তু কালুরঘাট সেতু তাদের জীবন ওলটপালট করে দিল মুহূর্তেই।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় কোলের ছোট্ট শিশু আয়েশা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে মা-বাবা কত ছোটাছুটি করেন মেয়েকে বাঁচানোর জন্য। কান্নায় আকাশ-বাতাস একাকার করে ফেলেন সাজ্জাদুন ও ইসরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে শিশু আয়েশার ছবি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া চলছে সবখানে। মানুষের প্রশ্ন, ‘কালুরঘাট সেতু কি কর্তৃপক্ষহীন? একপাশে ট্রেন উঠলে আরেক পাশে গাড়ি উঠে কীভাবে সেতুতে? এই সেতুতে মুখোমুখি দুটি গাড়ি অতিক্রান্ত হওয়ার সুযোগ নেই। তাহলে দুপাশে একই সময়ে গাড়ি উঠতে দিল কারা?’
ভয়াবহ এ দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুন পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাঁদের একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন।
এ বিষয়ে সাজ্জাদুনের চাচাতো ভাই কাউসার বাপ্পি বলেন, ‘আমাদের ঈদ মাটি হয়ে গেছে। আয়েশার জন্য কাঁদছে বোয়ালখালী। কী সান্ত্বনা হবে এই মৃত্যুর?’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে স্ত্রী ও কন্যাসন্তান মেহেরিমা নূর আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর যাচ্ছিলেন বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী ইউনিয়নে। কিন্তু কালুরঘাট সেতু তাদের জীবন ওলটপালট করে দিল মুহূর্তেই।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় কোলের ছোট্ট শিশু আয়েশা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে মা-বাবা কত ছোটাছুটি করেন মেয়েকে বাঁচানোর জন্য। কান্নায় আকাশ-বাতাস একাকার করে ফেলেন সাজ্জাদুন ও ইসরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে শিশু আয়েশার ছবি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া চলছে সবখানে। মানুষের প্রশ্ন, ‘কালুরঘাট সেতু কি কর্তৃপক্ষহীন? একপাশে ট্রেন উঠলে আরেক পাশে গাড়ি উঠে কীভাবে সেতুতে? এই সেতুতে মুখোমুখি দুটি গাড়ি অতিক্রান্ত হওয়ার সুযোগ নেই। তাহলে দুপাশে একই সময়ে গাড়ি উঠতে দিল কারা?’
ভয়াবহ এ দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুন পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাঁদের একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন।
এ বিষয়ে সাজ্জাদুনের চাচাতো ভাই কাউসার বাপ্পি বলেন, ‘আমাদের ঈদ মাটি হয়ে গেছে। আয়েশার জন্য কাঁদছে বোয়ালখালী। কী সান্ত্বনা হবে এই মৃত্যুর?’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৯ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে