লালপুর (নাটোর) প্রতিনিধি

দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও আর্থিক অনটনে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে জুবায়ের ইবনে আল মাহমুদ নামের এক শিক্ষার্থীর। তিনি নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের দরিদ্র রিকশাচালক কামরুজ্জামান ইমন ও মোছা. সাবিনা বেগম দম্পতির বড় ছেলে।
আজ মঙ্গলবার জুবায়েরের বাড়িতে গিয়ে জানা যায়, তিনি ঢাবি, রুয়েট, রাবি, বুটেক্স, পবিপ্রবি ও শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত হলেও দারিদ্র্যের কারণে আনন্দ নেই মা-বাবার মনে।
জুবায়েরের বাবা কামরুজ্জামান ইমন বলেন, তাঁর তিন ছেলেমেয়ে। ছোট মেয়ে মরিয়মের বয়স ৪ বছর। মেজ মেয়েটি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলের এমন সাফল্যে অনেক খুশি হয়েছেন; কিন্তু তাঁর পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই। তিনি রাজশাহী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে এক বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। এখন নিজের চিকিৎসা ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। বাড়ি ছাড়া আর কোনো জমি নেই তাঁর। এ অবস্থায় কীভাবে ছেলের পড়াশোনার খরচ চালাবেন, বুঝতে পারছেন না।
জুবায়ের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও লালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। অনলাইনে প্রস্তুতিমূলক ক্লাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণে আমাকে সংগ্রাম ও কাজ করে পড়াশোনা করতে হয়েছে। শিক্ষকেরা সব সময় সাহায্য করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
জুবায়ের জানান, তাঁর স্বপ্ন পাইলট হওয়া। তাঁর এই স্বপ্ন পূরণ করতে সবাইকে পাশে চান।
শিবনগর গ্রামের মো. রনি ফরাজী বলেন, ‘জুবায়েরের বাবা দরিদ্র ও অসুস্থ। তার পড়াশোনার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের আবেদন জানাই।’
এ বিষয়ে লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ হোসেন বলেন, ‘জুবায়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় সে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। কলেজে পড়ার সময় তাঁকে বিভিন্নভাবে সাহায্য করেছি। তার বাবা সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে।’ এমন প্রতিভাবান ছেলেকে উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান প্রশিক্ষণে থাকায় বর্তমানে দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির। তিনি বলেন, ‘ইউএনও মহোদয় প্রশিক্ষণ থেকে এলে তাঁর সঙ্গে আলাপ করে মেধাবী শিক্ষার্থী জুবায়েরের পড়াশোনার জন্য সরকারিভাবে সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও আর্থিক অনটনে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে জুবায়ের ইবনে আল মাহমুদ নামের এক শিক্ষার্থীর। তিনি নাটোরের লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের দরিদ্র রিকশাচালক কামরুজ্জামান ইমন ও মোছা. সাবিনা বেগম দম্পতির বড় ছেলে।
আজ মঙ্গলবার জুবায়েরের বাড়িতে গিয়ে জানা যায়, তিনি ঢাবি, রুয়েট, রাবি, বুটেক্স, পবিপ্রবি ও শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর এমন সাফল্যে এলাকাবাসী আনন্দিত হলেও দারিদ্র্যের কারণে আনন্দ নেই মা-বাবার মনে।
জুবায়েরের বাবা কামরুজ্জামান ইমন বলেন, তাঁর তিন ছেলেমেয়ে। ছোট মেয়ে মরিয়মের বয়স ৪ বছর। মেজ মেয়েটি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলের এমন সাফল্যে অনেক খুশি হয়েছেন; কিন্তু তাঁর পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই। তিনি রাজশাহী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে এক বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। এখন নিজের চিকিৎসা ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। বাড়ি ছাড়া আর কোনো জমি নেই তাঁর। এ অবস্থায় কীভাবে ছেলের পড়াশোনার খরচ চালাবেন, বুঝতে পারছেন না।
জুবায়ের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও লালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। অনলাইনে প্রস্তুতিমূলক ক্লাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, ‘আর্থিক সংকটের কারণে আমাকে সংগ্রাম ও কাজ করে পড়াশোনা করতে হয়েছে। শিক্ষকেরা সব সময় সাহায্য করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
জুবায়ের জানান, তাঁর স্বপ্ন পাইলট হওয়া। তাঁর এই স্বপ্ন পূরণ করতে সবাইকে পাশে চান।
শিবনগর গ্রামের মো. রনি ফরাজী বলেন, ‘জুবায়েরের বাবা দরিদ্র ও অসুস্থ। তার পড়াশোনার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের আবেদন জানাই।’
এ বিষয়ে লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ হোসেন বলেন, ‘জুবায়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় সে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। কলেজে পড়ার সময় তাঁকে বিভিন্নভাবে সাহায্য করেছি। তার বাবা সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে।’ এমন প্রতিভাবান ছেলেকে উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান প্রশিক্ষণে থাকায় বর্তমানে দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির। তিনি বলেন, ‘ইউএনও মহোদয় প্রশিক্ষণ থেকে এলে তাঁর সঙ্গে আলাপ করে মেধাবী শিক্ষার্থী জুবায়েরের পড়াশোনার জন্য সরকারিভাবে সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে