কক্সবাজার প্রতিনিধি

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের সবচেয়ে বেশি হত্যা মামলা কক্সবাজারে। এসব মামলা নিষ্পত্তিতে গত সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
ইসমাইল বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজার আদালতে ১০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আনতে মাদক মামলার আসামিদের দীর্ঘ হাজতবাস শেষে নগদ জামানত নিয়ে জামিন দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়া। ক্যাম্পগুলো এখন ইয়াবা কারবারিদের মূলকেন্দ্র। মাদক কারবারিদের রক্ষায় বড় চক্র রয়েছে। কক্সবাজার থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের একটা লিংক হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজারে প্রায় এক হাজার হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যা সংখ্যায় দেশে সর্বোচ্চ। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও মাদক মামলা আমার আমলে নিষ্পত্তি করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে তাঁর নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
১৪ আগস্ট তিনি অবসরে যাচ্ছেন। ১০ আগস্ট তাঁকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইসমাইল বলেন, দেশের সবচেয়ে বেশি হত্যা মামলা কক্সবাজারে। এসব মামলা নিষ্পত্তিতে গত সাড়ে তিন বছরে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।
ইসমাইল বলেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজার আদালতে ১০ হাজারের বেশি মাদক মামলা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আনতে মাদক মামলার আসামিদের দীর্ঘ হাজতবাস শেষে নগদ জামানত নিয়ে জামিন দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে জানিয়ে জেলা ও দায়রা জজ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো অপরাধের আখড়া। ক্যাম্পগুলো এখন ইয়াবা কারবারিদের মূলকেন্দ্র। মাদক কারবারিদের রক্ষায় বড় চক্র রয়েছে। কক্সবাজার থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের একটা লিংক হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘কক্সবাজারে প্রায় এক হাজার হত্যা মামলা বিচারাধীন রয়েছে। যা সংখ্যায় দেশে সর্বোচ্চ। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন-খারাবিসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা ও মাদক মামলা আমার আমলে নিষ্পত্তি করা হয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত সমস্যাও রয়েছে। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত।’
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে তাঁর নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
১৪ আগস্ট তিনি অবসরে যাচ্ছেন। ১০ আগস্ট তাঁকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে