রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশনে (রসিক) গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎসকর নেওয়ায় বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নগরীতে ১ লাখ বাড়ির মালিক হলেও ৫ লাখ ভাড়াটিয়া থাকেন। টিকাদান, জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সদন, নাগরিত্বসহ সিটি করপোরেশনের সব সেবায় নির্দিষ্ট মূল্য দিলেই পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে গৃহকর ও উৎসকর পরিশোধ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না তাঁরা। এমনকি বর্ধিত এলাকার হোল্ডিং না থাকলেও তাঁদের কাছে হোল্ড চাওয়া হচ্ছে। এতে হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এ ঘটনায় আজ রোববার বেলা ৩টায় বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কলাপসিবল গেট লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কলাপসিবল গেট লাগানো। সেবাপ্রার্থীরা বাইরে বিক্ষোভ করছেন। ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঝুলছে তালা। বিকেল পৌনে ৪টায় নগর ভবনে ছুটে আসেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নগর ভবনের সামনে কথা হয় কামাল কাছনার ব্যবসায়ী অনিমেশ চন্দ্র করের সঙ্গে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এসেছেন। অনিমেশ চন্দ্র আক্ষেপ করে বলেন, ‘শহরে ব্যবসা করি। গুপ্তপাড়ায় ভাড়া থাকি। এখানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছি। কিন্তু গৃহকর ছাড়া তারা নবায়ন করছে না। আমার যেখানে ঘর নেই, ভাড়া থাকি, সেখানে কোথা থেকে গৃহকর দেব। আর ভাড়াটিয়া যদি গৃহকর বাকি রাখে, এতে আমার করার কী? হয়রানি ছাড়া কিছুই না।’
টিকা দিতে এসে ফিরে যাচ্ছিলেন নগরীর শাহিপাড়ার রুমা বেগম। তিনি আক্ষেপ করে বলেন, কোন দিন যে এল। বাচ্চাদের টিকা দিতেও এখন হোল্ডিং ট্যাক্সে কাগজ লাগছে। ট্যাক্সেও কাগজ ছাড়া কোনো কাজ হচ্ছে না সিটি করপোরেশনে। আলমনগর এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, ‘জন্মনিবন্ধন করাতে এখন দুই হাজার টাকা উৎসকর দিতে হচ্ছে। বস্তিতে থাকি, ভাত খেতে পারি না। এত টাকা কীভাবে দেব। এখানে সেবার নামে হরিলুট চলছে। আগে তো এমন ছিল না।’
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রসিকে গৃহকরের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত গৃহকর আদায় করা হয় প্রায় ১১ কোটি টাকা। অর্থবছরের শেষে লক্ষ্যমাত্রার বড় অংশ পূরণ না হওয়ায় আশঙ্কা দেখা দেয়। বকেয়া গৃহকর আদায়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় চলতি মাসে সিটি করপোরেশনের সমস্ত সেবা কার্যক্রম গ্রহণে সেবাগ্রহীতাদের গৃহকর পরিশোধের রসিদ সংযুক্ত করা হবে। তা ছাড়া সেবা দেওয়া যাবে না।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু রংপুর নয়; সব সিটি করপোরেশনে এটা আছে। সব সেবার সঙ্গে ট্যাক্স আদায় বাধ্যতামূলক। কারও যদি আপত্তি থাকে, সেটা আমরা শুনছি।’
এক প্রশ্নের উত্তরে উম্মে ফাতিমা বলেন, ‘যারা ভাড়াটিয়া, যাদের হোল্ডিং নাই। তাদের বুঝিয়ে, কীভাবে বিকল্পভাবে সেবা দেওয়া যায়, সেটা আমরা করছি। আজকে যারা এ রকম করেছে, নির্দেশনা দিয়েছে, তারা অবশ্যই জনবান্ধব, জনকল্যাণমূলক কিছু করেনি। একটা ইস্যুতে যে কর্মঘণ্টা হলো, এটা কাঙ্ক্ষিত কিছু বয়ে আনতে পারে না।’

রংপুর সিটি করপোরেশনে (রসিক) গৃহকর ছাড়া মিলছে না কোনো সেবা। সেবা নিতে হলে গৃহকর পরিশোধিত রসিদের কপি ও উৎসকর নেওয়ায় বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা। কর ছাড়া সেবা না পেয়ে বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
সেবাপ্রার্থীদের অভিযোগ, নগরীতে ১ লাখ বাড়ির মালিক হলেও ৫ লাখ ভাড়াটিয়া থাকেন। টিকাদান, জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সদন, নাগরিত্বসহ সিটি করপোরেশনের সব সেবায় নির্দিষ্ট মূল্য দিলেই পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে গৃহকর ও উৎসকর পরিশোধ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না তাঁরা। এমনকি বর্ধিত এলাকার হোল্ডিং না থাকলেও তাঁদের কাছে হোল্ড চাওয়া হচ্ছে। এতে হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন তাঁরা। এ ঘটনায় আজ রোববার বেলা ৩টায় বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগর ভবনের কলাপসিবল গেট লাগিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের কলাপসিবল গেট লাগানো। সেবাপ্রার্থীরা বাইরে বিক্ষোভ করছেন। ভেতরে কর্মকর্তাদের কক্ষে ঝুলছে তালা। বিকেল পৌনে ৪টায় নগর ভবনে ছুটে আসেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নগর ভবনের সামনে কথা হয় কামাল কাছনার ব্যবসায়ী অনিমেশ চন্দ্র করের সঙ্গে। তিনি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এসেছেন। অনিমেশ চন্দ্র আক্ষেপ করে বলেন, ‘শহরে ব্যবসা করি। গুপ্তপাড়ায় ভাড়া থাকি। এখানে ট্রেড লাইসেন্স নবায়ন করতে এসেছি। কিন্তু গৃহকর ছাড়া তারা নবায়ন করছে না। আমার যেখানে ঘর নেই, ভাড়া থাকি, সেখানে কোথা থেকে গৃহকর দেব। আর ভাড়াটিয়া যদি গৃহকর বাকি রাখে, এতে আমার করার কী? হয়রানি ছাড়া কিছুই না।’
টিকা দিতে এসে ফিরে যাচ্ছিলেন নগরীর শাহিপাড়ার রুমা বেগম। তিনি আক্ষেপ করে বলেন, কোন দিন যে এল। বাচ্চাদের টিকা দিতেও এখন হোল্ডিং ট্যাক্সে কাগজ লাগছে। ট্যাক্সেও কাগজ ছাড়া কোনো কাজ হচ্ছে না সিটি করপোরেশনে। আলমনগর এলাকার বাসিন্দা লিটন মিয়া বলেন, ‘জন্মনিবন্ধন করাতে এখন দুই হাজার টাকা উৎসকর দিতে হচ্ছে। বস্তিতে থাকি, ভাত খেতে পারি না। এত টাকা কীভাবে দেব। এখানে সেবার নামে হরিলুট চলছে। আগে তো এমন ছিল না।’
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে রসিকে গৃহকরের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত গৃহকর আদায় করা হয় প্রায় ১১ কোটি টাকা। অর্থবছরের শেষে লক্ষ্যমাত্রার বড় অংশ পূরণ না হওয়ায় আশঙ্কা দেখা দেয়। বকেয়া গৃহকর আদায়ে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় চলতি মাসে সিটি করপোরেশনের সমস্ত সেবা কার্যক্রম গ্রহণে সেবাগ্রহীতাদের গৃহকর পরিশোধের রসিদ সংযুক্ত করা হবে। তা ছাড়া সেবা দেওয়া যাবে না।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু রংপুর নয়; সব সিটি করপোরেশনে এটা আছে। সব সেবার সঙ্গে ট্যাক্স আদায় বাধ্যতামূলক। কারও যদি আপত্তি থাকে, সেটা আমরা শুনছি।’
এক প্রশ্নের উত্তরে উম্মে ফাতিমা বলেন, ‘যারা ভাড়াটিয়া, যাদের হোল্ডিং নাই। তাদের বুঝিয়ে, কীভাবে বিকল্পভাবে সেবা দেওয়া যায়, সেটা আমরা করছি। আজকে যারা এ রকম করেছে, নির্দেশনা দিয়েছে, তারা অবশ্যই জনবান্ধব, জনকল্যাণমূলক কিছু করেনি। একটা ইস্যুতে যে কর্মঘণ্টা হলো, এটা কাঙ্ক্ষিত কিছু বয়ে আনতে পারে না।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে