নিজস্ব প্রতিবেদক

ঢাকা: টিকা সঙ্কটে এরই মধ্যে প্রথম ডোজ দেওয়া স্থগিত করার পাশাপাশি নিবন্ধনও বন্ধ রাখা হয়েছে। কারণ চাহিদের ১ শতাংশ টিকাও নেই সরকারের হাতে। দ্বিতীয় ডোজ পূর্ণ করতে দরকার প্রায় ১৪ লাখ ডোজ। সেটি পাওয়াও অনিশ্চিত। চলতি মাসের প্রথম সপ্তাহে ২০ লাখ ডোজ টিকা আনার আশা দিলেও ব্যর্থ হয়েছে বেক্সিমকো। রাশিয়ার স্পুটনিক–ভি এবং চীনা সিনোফার্মের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ যারা নিয়েছেন দ্বিতীয় ডোজে তারা এ দুটির কোনোটি নিতে পারবেন কিনা তা অজানা।
ফলে অন্তত দ্বিতীয় ডোজ পূর্ণ করতে আপাতত সেরামেই ভরসা করতে হচ্ছে। সেই টিকা পেতে ভারত সরকারকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ৩০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে।
এদিকে উদ্বৃত্ত টিকা চেয়ে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইডেন ও জার্মানিসহ বিভিন্ন দেশে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে চিঠি দেওয়ার পাশাপাশি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতও করেছেন পররাষ্ট্রমন্ত্রী। জরুরি অনুমোদন না দিলেও ছয় কোটি ডোজ টিকা মজুদ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি পাওয়ার বিষয়েও নিশ্চয়তা মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৯১ লাখ ৩৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন। আর বর্তমানে টিকা মজুত আছে ১১ লাখ ৬৬ হাজার ৭২২ ডোজ। ফলে দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি ১৩ লাখ ৩৯ হাজার ৭০৮ ডোজ।
অধিদপ্তর জানায়, কোথাও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ফলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের সময়সীমাও বাড়ানো হচ্ছে। কিন্তু এরপরও যদি কোথাও টিকা না পাওয়া যায় সেই শঙ্কা থেকেই সেরামের পাশাপাশি ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, দ্বিতীয় ডোজের জন্য আমাদের বেশকিছু টিকার ঘাটতি রয়েছে। সেগুলো না পেলে আমরা অনেকটা সংকটে পড়ে যাবো। আগামী ১২ মের মধ্যে চীনের সিনোফোর্মের পাঁচ লাখ টিকা আসছে। কিন্তু সেগুলো আমরা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করতে পারবো কিনা এখনো জানা নেই। এছাড়া বিকল্প উৎসেও এখনো তেমন সুখবর পাইনি। তাই সেরামের টিকাই ভরসা। বেক্সিমকোর পাশাপাশি সরকারও চেষ্টা করছে।
চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনের সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।
গত বছরের নভেম্বরে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে ত্রিপক্ষীয় একটি চুক্তি করে সরকার। অর্থও অগ্রীম পরিশোধ করে বাংলাদেশ। সে অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ করে এ বছরের মে মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা দেওয়ার কথা। কিন্তু জানুয়ারিতে প্রথম চালানে ৫০ লাখ এলেও ফেব্রুয়ারি থেকে টিকা সঙ্কটের কথা বলতে থাকে সেরাম। ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতির পরিপ্রেক্ষিতে সরকারি চাপের কথা বলে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সেরাম। দুই দফায় মাত্র ৭০ লাখ টিকা দিয়েছে তারা।
চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য টিকা আটকে দিলেও তিন দফায় উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান শুরু হলেও সেই কার্যক্রম এখন বন্ধ হওয়ার উপক্রম।

ঢাকা: টিকা সঙ্কটে এরই মধ্যে প্রথম ডোজ দেওয়া স্থগিত করার পাশাপাশি নিবন্ধনও বন্ধ রাখা হয়েছে। কারণ চাহিদের ১ শতাংশ টিকাও নেই সরকারের হাতে। দ্বিতীয় ডোজ পূর্ণ করতে দরকার প্রায় ১৪ লাখ ডোজ। সেটি পাওয়াও অনিশ্চিত। চলতি মাসের প্রথম সপ্তাহে ২০ লাখ ডোজ টিকা আনার আশা দিলেও ব্যর্থ হয়েছে বেক্সিমকো। রাশিয়ার স্পুটনিক–ভি এবং চীনা সিনোফার্মের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ যারা নিয়েছেন দ্বিতীয় ডোজে তারা এ দুটির কোনোটি নিতে পারবেন কিনা তা অজানা।
ফলে অন্তত দ্বিতীয় ডোজ পূর্ণ করতে আপাতত সেরামেই ভরসা করতে হচ্ছে। সেই টিকা পেতে ভারত সরকারকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ। চিঠিতে ৩০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে।
এদিকে উদ্বৃত্ত টিকা চেয়ে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, সুইডেন ও জার্মানিসহ বিভিন্ন দেশে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে চিঠি দেওয়ার পাশাপাশি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতও করেছেন পররাষ্ট্রমন্ত্রী। জরুরি অনুমোদন না দিলেও ছয় কোটি ডোজ টিকা মজুদ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি পাওয়ার বিষয়েও নিশ্চয়তা মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৯১ লাখ ৩৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৪ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৪২৪ জন। আর বর্তমানে টিকা মজুত আছে ১১ লাখ ৬৬ হাজার ৭২২ ডোজ। ফলে দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি ১৩ লাখ ৩৯ হাজার ৭০৮ ডোজ।
অধিদপ্তর জানায়, কোথাও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ফলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের সময়সীমাও বাড়ানো হচ্ছে। কিন্তু এরপরও যদি কোথাও টিকা না পাওয়া যায় সেই শঙ্কা থেকেই সেরামের পাশাপাশি ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, দ্বিতীয় ডোজের জন্য আমাদের বেশকিছু টিকার ঘাটতি রয়েছে। সেগুলো না পেলে আমরা অনেকটা সংকটে পড়ে যাবো। আগামী ১২ মের মধ্যে চীনের সিনোফোর্মের পাঁচ লাখ টিকা আসছে। কিন্তু সেগুলো আমরা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করতে পারবো কিনা এখনো জানা নেই। এছাড়া বিকল্প উৎসেও এখনো তেমন সুখবর পাইনি। তাই সেরামের টিকাই ভরসা। বেক্সিমকোর পাশাপাশি সরকারও চেষ্টা করছে।
চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনের সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।
গত বছরের নভেম্বরে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর মাধ্যমে ত্রিপক্ষীয় একটি চুক্তি করে সরকার। অর্থও অগ্রীম পরিশোধ করে বাংলাদেশ। সে অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ করে এ বছরের মে মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা দেওয়ার কথা। কিন্তু জানুয়ারিতে প্রথম চালানে ৫০ লাখ এলেও ফেব্রুয়ারি থেকে টিকা সঙ্কটের কথা বলতে থাকে সেরাম। ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতির পরিপ্রেক্ষিতে সরকারি চাপের কথা বলে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সেরাম। দুই দফায় মাত্র ৭০ লাখ টিকা দিয়েছে তারা।
চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য টিকা আটকে দিলেও তিন দফায় উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান শুরু হলেও সেই কার্যক্রম এখন বন্ধ হওয়ার উপক্রম।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে