নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।
তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।
শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।
তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।
৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।
তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।
শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।
তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।
৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে