বিশেষ প্রতিনিধি, ঢাকা

যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩৪০) গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়তে পারেনি। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। যাত্রীদের অনেকে গুরুতর অসুস্থ, চিকিৎসার উদ্দেশ্যে গন্তব্যে যাত্রা করছিলেন, কেউ কেউ ছিলেন বয়স্ক বা হুইলচেয়ারে চলাচলকারী।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ২টা ৪৫ মিনিট। যাত্রীরা এর আগেই রাত ৯টা থেকে ১০টার মধ্যে বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন সম্পন্ন করেন। কিন্তু বোর্ডিংয়ের আগমুহূর্তে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না। এরপর থেকে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করেন।
আজ দুপুর ১২টার দিকে ফ্লাইটের যাত্রী আরিফুজ্জামান তুহিন বলেন, ‘আমরা কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি না। তিনটি যোগাযোগ নম্বর দেওয়া হলেও দুটি নম্বর বন্ধ এবং তৃতীয়টিতে কেউ রিসিভ করে না। যাত্রীরা কেউ লাউঞ্জে, কেউ মেঝেতে, আবার কেউ ছড়িয়ে-ছিটিয়ে যেখানে পারছেন সেখানেই অপেক্ষা করছেন। কেউ কোনো দিকনির্দেশনা দিচ্ছেন না। কোনো বিকল্প ফ্লাইটের আশ্বাসও পাওয়া যায়নি।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্য যাচ্ছি। বৃহস্পতিবার সকাল ১০টায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, যা আমরা মিস করেছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ আমাদের অন্য কোনো ফ্লাইটে ওঠার ব্যবস্থা করেনি।’
বয়সজনিত জটিলতা কিংবা অন্যান্য শারীরিক সমস্যায় ভোগা যাত্রীরা বিশ্রামের মতো ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। বিমানবন্দরে তাঁদের জন্য ছিল না কোনো পর্যাপ্ত ব্যবস্থা।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীসংখ্যা আনুমানিক ২০০ জন। আজ বেলা ১টার দিকে সংশ্লিষ্ট এয়ারওয়েজের আরও একটি ফ্লাইট ছিল, অগ্রাধিকার ভিত্তিতে ওই ফ্লাইটে কিছুসংখ্যক যাত্রী যান।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় থাই এয়ারওয়েজের ঢাকা স্টেশন ম্যানেজারের অফিশিয়াল নম্বরে। তিনি পরে যোগাযোগ করতে বলেন।
তবে থাই এয়ারওয়েজের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এখন ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এসে পৌঁছেছে। ইনশা আল্লাহ আজ বিকেল ৪টার দিকে ফ্লাইটটি ছাড়বে। যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২২ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে