আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মামলার বাদীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মারধর, বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণ মামলার বাদী এমন অভিযোগ করেছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামে বিরোধীয় জমি নিয়ে গত ১৫ এপ্রিল আনোয়ার মোল্লা ও তাঁর লোকজন এক নারী ও তাঁর মাকে মারধর করে। এ ঘটনায় গত ২৭ এপ্রিল এক নারী বাদী হয়ে আনোয়ার মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নামে আমতলী জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতে মামলা হয়। গতকাল শুক্রবার রাতে ওই মামলার প্রধান আসামি আনোয়ার মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। এতে ক্ষুব্ধ হন আনোয়ার মোল্লার স্বজনেরা।
মামলার বাদীর অভিযোগ জাকির মোল্লা, সোহাগ মোল্লা ও জাহিদুল মোল্লাসহ ১০-১৫ জন সন্ত্রাসী এসে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর ভাই ও বাবা বাধা দেন। তখন তাঁরা ভাই ও বাবাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তাঁরা (হামলাকারীরা) ঘরের আলমারি ভেঙে ২ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সোহাগ মোল্লা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উল্টো আমার ভাতিজা জাহিদ মোল্লাকে মারধর করা হয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মশিউর রহমান বলেন, আহত একজনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
আমতলী থানার ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। গ্রেপ্তার হওয়া আসামি আনোয়ার মোল্লার স্বজনেরা মামলার বাদীর বাড়িতে হামলা করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনার আমতলীতে মামলার বাদীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মারধর, বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণ মামলার বাদী এমন অভিযোগ করেছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার কলাগাছিয়া গ্রামে বিরোধীয় জমি নিয়ে গত ১৫ এপ্রিল আনোয়ার মোল্লা ও তাঁর লোকজন এক নারী ও তাঁর মাকে মারধর করে। এ ঘটনায় গত ২৭ এপ্রিল এক নারী বাদী হয়ে আনোয়ার মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নামে আমতলী জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতে মামলা হয়। গতকাল শুক্রবার রাতে ওই মামলার প্রধান আসামি আনোয়ার মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। এতে ক্ষুব্ধ হন আনোয়ার মোল্লার স্বজনেরা।
মামলার বাদীর অভিযোগ জাকির মোল্লা, সোহাগ মোল্লা ও জাহিদুল মোল্লাসহ ১০-১৫ জন সন্ত্রাসী এসে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর ভাই ও বাবা বাধা দেন। তখন তাঁরা ভাই ও বাবাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তাঁরা (হামলাকারীরা) ঘরের আলমারি ভেঙে ২ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সোহাগ মোল্লা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উল্টো আমার ভাতিজা জাহিদ মোল্লাকে মারধর করা হয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মশিউর রহমান বলেন, আহত একজনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
আমতলী থানার ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। গ্রেপ্তার হওয়া আসামি আনোয়ার মোল্লার স্বজনেরা মামলার বাদীর বাড়িতে হামলা করেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে