নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কর্মসূচি ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি।
অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে এ সময় দাবি করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

মোস্তফা জগলুল পাশা বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, যাতে যাত্রী বা পথচারীরা ভোগান্তিতে না পড়ে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমাদের একটি দল বিভিন্ন জায়গায় কাজ করছে।’

যদিও তাঁর এই বক্তব্যের কোনো ছাপ দেখা যায়নি। ভোগান্তির শিকার নাজমুল হক নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ২টার দিকে গুলিস্তানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পল্টন মোড়ে যেতে পারিনি। তাই হাঁটা শুরু করেছি। রাস্তার মাঝে মিছিল নিয়ে অবস্থান নেওয়ার কারণে সব গাড়ি থেমে আছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে প্রধান সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, দ্রুত যানজট নিরসন হবে।’

বিএনপির কর্মসূচি ঘিরে আজ বুধবার রাজধানীর নয়াপল্টন, বিজয়নগর, পুরানা পল্টন ও শান্তিনগর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি।
নয়াপল্টনে আজ দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। এর ফলে নয়াপল্টন থেকে বিজয়নগর, শান্তিনগর, পুরানা পল্টন মোড়ের আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় যানবাহন প্রায় দুই ঘণ্টা ধরে চলাচল করতে পারেনি।
অবশ্য যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করছেন বলে এ সময় দাবি করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল।

মোস্তফা জগলুল পাশা বলেন, ‘আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি, যাতে যাত্রী বা পথচারীরা ভোগান্তিতে না পড়ে। যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করার জন্য আমাদের একটি দল বিভিন্ন জায়গায় কাজ করছে।’

যদিও তাঁর এই বক্তব্যের কোনো ছাপ দেখা যায়নি। ভোগান্তির শিকার নাজমুল হক নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ২টার দিকে গুলিস্তানে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এক ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত পল্টন মোড়ে যেতে পারিনি। তাই হাঁটা শুরু করেছি। রাস্তার মাঝে মিছিল নিয়ে অবস্থান নেওয়ার কারণে সব গাড়ি থেমে আছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে প্রধান সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি, দ্রুত যানজট নিরসন হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে