নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী অসহায় মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে সাধারণ মানুষের জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাহিনীর সদস্যরা।
আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রোববার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনার লবণচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবণচরা এলাকায় ৩০০ দুঃস্থ পরিবারের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হয়।
এছাড়াও দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তৎসংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়।
বানৌজা মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট, বুড়ির ডাঙ্গা ও চোদ্দপোয়াই এলাকায় ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালী জেলার কলাপোড়া উপজেলাস্থ নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা কর্তৃক লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা, লবণ, সেমাই, চিনি ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দেশের করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী অসহায় মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে সাধারণ মানুষের জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাহিনীর সদস্যরা।
আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, রোববার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনার লবণচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবণচরা এলাকায় ৩০০ দুঃস্থ পরিবারের মাঝেও খাদ্য সহায়তা দেওয়া হয়।
এছাড়াও দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তৎসংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়।
বানৌজা মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট, বুড়ির ডাঙ্গা ও চোদ্দপোয়াই এলাকায় ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালী জেলার কলাপোড়া উপজেলাস্থ নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা কর্তৃক লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা, লবণ, সেমাই, চিনি ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
দেশের করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে