বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’

১০ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী (৬৭)। জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু গতকাল সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তাঁর লাশ পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে। এর আগে আটক স্বজনেরা কাউকে না জানিয়ে বৃদ্ধের লাশ দাফনের চেষ্টাও করেছিল বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। স্ত্রী-ছেলে সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। সেখানে রিকশা চালিয়ে এবং মেসে রান্না করে রিকশাচালকদের খাইয়ে সংসার চালাতেন।
আটককৃতরা হলেন বেংরোল জিয়াবাড়ী গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল ও আব্দুল জলিল। এঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।
দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশ ডোবার ধার থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছে স্বজনেরা। অথচ ঢাকা থেকে বৃদ্ধের স্ত্রী-সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে বিষয়টি অবগত করি।’
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পার্শ্বে ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেন ভগ্নিপতি ইয়াকুব আলী। পরে তিনি স্থানীয় পল্লিচিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তাঁর স্ত্রী-সন্তানকে খবর দিই।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছি। এ ছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানাহেঁচড়া করার দাগ পেয়েছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। মোবাইল ফোনে আলম হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন, এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওনা দিয়েছি।’

মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২৯ মিনিট আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৬ ঘণ্টা আগে