সাভার (ঢাকা) প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলার ৩ নম্বর আসামি এবং জাবির ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
গতকাল শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে ফুপুর বাসায় অবস্থান করছিলেন তিনি। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁকে আশুলিয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার পর থেকে আসামিরা গা-ঢাকা দেন। গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, রাতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড চেয়ে তাঁকে দুপুরে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাঁকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিহত শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যা মামলার ৩ নম্বর আসামি এবং জাবির ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
গতকাল শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে ফুপুর বাসায় অবস্থান করছিলেন তিনি। আজ রোববার সকাল ৮টার দিকে তাঁকে আশুলিয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার পর থেকে আসামিরা গা-ঢাকা দেন। গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাজীপুরের হোতাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, রাতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড চেয়ে তাঁকে দুপুরে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাঁকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। প্রক্টরিয়াল বডি তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে আশুলিয়া থানায় তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিহত শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৪ ঘণ্টা আগে