নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী বছর থেকে চট্টগ্রামে জব্বারের বলীখেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে। বলীখেলার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা তো থাকবেনই, তাঁদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ও যুক্ত হবে।
আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় এখানে কয়েকটা ফরমে কাজ করবে, যেমন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল গুরুত্ব আরও কীভাবে বাড়ানো যায়সহ ইত্যাদি। আমরা এটা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব।’
চট্টগ্রামে জব্বারের বলীখেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কালচারাল হেরিটেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশের সংস্কৃতি একক কোনো গোষ্ঠীর হাতে না থেকে যেন সবার সংস্কৃতি হয়ে ওঠে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্যে কিছু কিছু কাজ শুরু করেছি।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘উৎসব শুধু উৎসব, তা নয়। আমরা যাতে আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে লিংকআপ করতে পারি। এই ধরনের উৎসবের একটি তালিকা করার কাজ আপাতত শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে। এই তালিকা তৈরির পর আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে। আমরা এটা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করব।’
উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান। তিনি বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়।
এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার এবং জাদুঘরের বিষয়ে সুন্দর করে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি।
এর আগে তিনি সার্কিট হাউসের পাশেই অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংস্কৃতি ব্যক্তিরা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী বছর থেকে চট্টগ্রামে জব্বারের বলীখেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে। বলীখেলার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা তো থাকবেনই, তাঁদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ও যুক্ত হবে।
আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় এখানে কয়েকটা ফরমে কাজ করবে, যেমন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল গুরুত্ব আরও কীভাবে বাড়ানো যায়সহ ইত্যাদি। আমরা এটা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব।’
চট্টগ্রামে জব্বারের বলীখেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কালচারাল হেরিটেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।
বাংলাদেশের সংস্কৃতি একক কোনো গোষ্ঠীর হাতে না থেকে যেন সবার সংস্কৃতি হয়ে ওঠে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্যে কিছু কিছু কাজ শুরু করেছি।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘উৎসব শুধু উৎসব, তা নয়। আমরা যাতে আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে লিংকআপ করতে পারি। এই ধরনের উৎসবের একটি তালিকা করার কাজ আপাতত শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে। এই তালিকা তৈরির পর আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে। আমরা এটা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করব।’
উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান। তিনি বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়।
এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার এবং জাদুঘরের বিষয়ে সুন্দর করে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি।
এর আগে তিনি সার্কিট হাউসের পাশেই অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংস্কৃতি ব্যক্তিরা।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৫ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে