রাজবাড়ী প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।
সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’
মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’
কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা পারাপার হতে পাড়ছে।
সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে নির্বিঘ্নে পদ্মা পার হচ্ছে। প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় থাকলেও ঘাট এলাকায় নেই কোনো বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষায় ঘাটজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।
সাতক্ষীরা থেকে আসা যাত্রী সোলেমান মোল্লা বলেন, ‘পরিবেশটা খুবই ভালো। ঈদের আগে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পেরেছি। ফিরতেও কোনো সমস্যা হয়নি, সরাসরি ফেরিতে উঠতে পেরেছি।’
মাগুরা থেকে আসা শফিকুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এ ঘাটে তীব্র ভোগান্তি পোহাতে হতো। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হতো। এখন সেই দুর্ভোগ নেই, আমরা খুবই খুশি।’
কুষ্টিয়া থেকে আসা হানিফ পরিবহনের যাত্রী মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু চালুর আগে এই সময়ে ফেরিঘাট এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট হতো। নদী পার হতে সাত-আট ঘণ্টা লেগে যেত। অথচ এখন এসেই ফেরিতে উঠতে পারছি। যাতায়াতে অনেক স্বস্তি পাচ্ছি।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। আজ ও আগামীকাল চাপ আরও বাড়বে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে