শেরপুর প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা (৯০) ও তাঁর স্ত্রী সালমা খাতুনকে (৮০) শেরপুর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যায়িত করে বিচার দাবি করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে হীরা বা তাঁর স্ত্রীর নামে শেরপুর ও জামালপুর থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা তাঁর জমি বিক্রির দলিল দিতে শেরপুর সদর সাব-রেজিস্ট্রির কার্যালয়ে আসেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পরে তাঁকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানী ও শহর শ্রমিক দলের সভাপতি মাছুদুর রহমান নয়ন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক ভূমিদস্যু রেজাউল করিম হীরা স্ত্রীসহ শেরপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির দলিল করতে আসেন। আমরা খবর পেয়ে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে তাদের আটক করে পুলিশ তুলে দিই। তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য আমাদের অর্থের প্রলোভনও দেখিয়েছে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা এই ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার বিচার দাবি করছি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী হীরা বিগত আওয়ামী লীগ আমলে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। সেই অবৈধ সম্পদ বিক্রি করে হয়তো দেশ ছাড়ার পাঁয়তারা করছিল তারা। আমরা তাকে আটক করে পুলিশে দিয়েছি। তার বিচার চাই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস থেকে সস্ত্রীক থানায় আনা হয়েছে। তাঁদের নামে জামালপুর বা শেরপুর থানায় কোনো মামলা নেই। জামালপুর থানায় আমরা যোগাযোগ করছি।’
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘দেশের কোনো থানায় হীরার নামে মামলা রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে