শেরপুর প্রতিনিধি

শেরপুরের মুর্শিদপুর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফেজ উদ্দিন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে। তিন সন্তানের এই বাবা পেশায় কাঠের নকশামিস্ত্রি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় প্রভাবশালী মো. খোরশেদ, মজিবুর, শহিদুলসহ ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ।
তাঁদের অভিযোগ, দরবারে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। এর আগেও দরবার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ভোররাতে ৪০০-৫০০ লোক দরবারে হামলা চালায়। দরবারের খাদেম ও মুরিদরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হামলাকারীদের মধ্যে হাফেজ উদ্দিনসহ সাতজন এবং দরবারের ছয়জনসহ মোট ১৩ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
হামলাকারীদের মধ্যে আসিফ (২৫), শহিদুল ইসলাম (৩৫), আল মাসুদ (১৫), জিসান (২২) এনামুল হক (৩৫), হাফেজ (৩৯) ও জয়নালকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দরবার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে তিনি মারা যান।
দরবারের খাদেম মো. মামুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দরবার বন্ধের হুমকি দিয়ে আসছিল হামলাকারীরা। মঙ্গলবার ভোরে তারা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আপসের কথা বলে আমাদের সাতজনকে দরবারে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বাথরুমে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁরা মৃত্যুর ঘটনায় জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

শেরপুরের মুর্শিদপুর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফেজ উদ্দিন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে। তিন সন্তানের এই বাবা পেশায় কাঠের নকশামিস্ত্রি ছিলেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় প্রভাবশালী মো. খোরশেদ, মজিবুর, শহিদুলসহ ধর্মপ্রাণ মুসল্লিদের একটি অংশ।
তাঁদের অভিযোগ, দরবারে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। এর আগেও দরবার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ভোররাতে ৪০০-৫০০ লোক দরবারে হামলা চালায়। দরবারের খাদেম ও মুরিদরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে হামলাকারীদের মধ্যে হাফেজ উদ্দিনসহ সাতজন এবং দরবারের ছয়জনসহ মোট ১৩ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
হামলাকারীদের মধ্যে আসিফ (২৫), শহিদুল ইসলাম (৩৫), আল মাসুদ (১৫), জিসান (২২) এনামুল হক (৩৫), হাফেজ (৩৯) ও জয়নালকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দরবার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের আটক করে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে তিনি মারা যান।
দরবারের খাদেম মো. মামুন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দরবার বন্ধের হুমকি দিয়ে আসছিল হামলাকারীরা। মঙ্গলবার ভোরে তারা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আপসের কথা বলে আমাদের সাতজনকে দরবারে ডেকে নিয়ে মারধর করা হয় এবং বাথরুমে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমাদের একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁরা মৃত্যুর ঘটনায় জড়িত কি না তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৪ মিনিট আগে