ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
মারা যাওয়া তন্দ্রা ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ত্রিশাল উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার ব্যবসায়ী গোলাপ মিয়ার মেয়ে। স্কুলছাত্রীর অকাল প্রয়াণে স্কুলের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী শোকাহত। স্বজনেরা শোকাহত থাকায় পরে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, তন্দ্রা টনসিলের সমস্যায় ভুগছিল। চিকিৎসার জন্য তাঁরা তাকে চরপাড়া এলাকার এপেক্স হাসপাতালে নেন। চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার পরামর্শে ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে অপারেশনের সময় তন্দ্রার শ্বাসনালি কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
স্বজনদের আরও অভিযোগ, চিকিৎসকের অসতর্কতাই এই মৃত্যুর জন্য দায়ী। নিহত তন্দ্রার চাচা আবুল কালাম বলেন, ‘আমরা আমাদের মেয়েকে সুস্থ করার আশায় ওই হাসপাতালে নিয়েছিলাম। আর এ ডাক্তারই আমাদের মেয়েকে মেরে ফেলল। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা স্পষ্টতই ডাক্তারের অবহেলা। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।’
চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরা কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক। অবসরে ময়মনসিংহে রোগী দেখেন তিনি। এ বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রাহেলা-হযরত মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল বলেন, ‘এ হৃদয়বিদারক ঘটনাটি কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করবে। আমাদের সবার প্রত্যাশা, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।’
এপেক্স হাসপাতালের ব্যবস্থাপক মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিশুটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ডাক্তার অনেক ভালো, উনি খুব যত্নসহকারে কাজ করেন। এটা একটা দুর্ঘটনা।’
জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম খান বলেন, রোগীর স্বজনেরা অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
মারা যাওয়া তন্দ্রা ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ত্রিশাল উপজেলার বীররামপুর গফাকুড়ি মোড় এলাকার ব্যবসায়ী গোলাপ মিয়ার মেয়ে। স্কুলছাত্রীর অকাল প্রয়াণে স্কুলের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী শোকাহত। স্বজনেরা শোকাহত থাকায় পরে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, তন্দ্রা টনসিলের সমস্যায় ভুগছিল। চিকিৎসার জন্য তাঁরা তাকে চরপাড়া এলাকার এপেক্স হাসপাতালে নেন। চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার পরামর্শে ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে অপারেশনের সময় তন্দ্রার শ্বাসনালি কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের।
স্বজনদের আরও অভিযোগ, চিকিৎসকের অসতর্কতাই এই মৃত্যুর জন্য দায়ী। নিহত তন্দ্রার চাচা আবুল কালাম বলেন, ‘আমরা আমাদের মেয়েকে সুস্থ করার আশায় ওই হাসপাতালে নিয়েছিলাম। আর এ ডাক্তারই আমাদের মেয়েকে মেরে ফেলল। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা স্পষ্টতই ডাক্তারের অবহেলা। আমরা এর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার চাই।’
চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরা কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক। অবসরে ময়মনসিংহে রোগী দেখেন তিনি। এ বিষয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রাহেলা-হযরত মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল আউয়াল বলেন, ‘এ হৃদয়বিদারক ঘটনাটি কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, এটি সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করবে। আমাদের সবার প্রত্যাশা, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অতি দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।’
এপেক্স হাসপাতালের ব্যবস্থাপক মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শিশুটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ডাক্তার অনেক ভালো, উনি খুব যত্নসহকারে কাজ করেন। এটা একটা দুর্ঘটনা।’
জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম খান বলেন, রোগীর স্বজনেরা অভিযোগ করলে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে