ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে বালুমহালের দখলদারি নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। আজ বৃহস্পতিবার ঈশ্বরদী থানা-পুলিশের এক ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঈশ্বরদীর পদ্মাবতী এলাকায় প্রকাশে গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও অবৈধ অস্ত্রের মহড়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী বুধবার (১১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট ও নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। এরা হামলা ও গুলিবর্ষণ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী (৩৫), মো. সোনারুল (২৬), হবি মণ্ডল (২৬), সাগর প্রামাণিক (২৭), সোহেল প্রামাণিক (২৮) ও মিরাজ প্রামাণিক (২৪)। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এঁদের কারাগারে পাঠানো হয়।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট, পদ্মা নদী ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।
এই নিয়ে গত ২২ মে গোলাগুলিতে স্থানীয় ছয়জন গুলিবিদ্ধ হয়, থানায় মামলা হয়। ৫ জুন আবারও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা ঘটে এবং মামলা করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটে। এ অবস্থায় পুলিশ সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেয়। এতে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পদ্মায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুন নূর ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি আব্দুন নূর আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় সাঁড়ার ৫ নম্বর ঘাটে রাখা বালুবোঝাই বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে প্রথমে একটি সচল ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ এবং পরে সাঁড়ার পানি হাটের কাছে ট্রলারের ছাউনির ভেতরে তোশকের নিচ থেকে একটি সচল ক্যালিবার ও চারটি গুলি উদ্ধার হয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে বালুমহালের দখলদারি নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। আজ বৃহস্পতিবার ঈশ্বরদী থানা-পুলিশের এক ব্রিফিংয়ে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঈশ্বরদীর পদ্মাবতী এলাকায় প্রকাশে গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও অবৈধ অস্ত্রের মহড়ার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী বুধবার (১১ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট ও নদীর কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। এরা হামলা ও গুলিবর্ষণ ঘটনায় জড়িত বলে দাবি করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী (৩৫), মো. সোনারুল (২৬), হবি মণ্ডল (২৬), সাগর প্রামাণিক (২৭), সোহেল প্রামাণিক (২৮) ও মিরাজ প্রামাণিক (২৪)। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এঁদের কারাগারে পাঠানো হয়।
ব্রিফিংয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট, পদ্মা নদী ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য নিয়ে দুষ্কৃতকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটাচ্ছে।
এই নিয়ে গত ২২ মে গোলাগুলিতে স্থানীয় ছয়জন গুলিবিদ্ধ হয়, থানায় মামলা হয়। ৫ জুন আবারও প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনা ঘটে এবং মামলা করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটে। এ অবস্থায় পুলিশ সাঁড়াশি অভিযানের পরিকল্পনা নেয়। এতে আরও বলা হয়, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পদ্মায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুন নূর ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি আব্দুন নূর আজকের পত্রিকাকে বলেন, অভিযানের সময় সাঁড়ার ৫ নম্বর ঘাটে রাখা বালুবোঝাই বাল্কহেডের ইঞ্জিন রুমের ভেতর থেকে প্রথমে একটি সচল ওয়ান শুটারগান, চারটি তাজা কার্তুজ এবং পরে সাঁড়ার পানি হাটের কাছে ট্রলারের ছাউনির ভেতরে তোশকের নিচ থেকে একটি সচল ক্যালিবার ও চারটি গুলি উদ্ধার হয়।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
৩ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৫ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে