নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় সিইসিও তাঁর পাশে দাঁড়ানো ছিলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশগ্রহণ করব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব।’
কোন দল নির্বাচনে অংশ নিল, তার চেয়ে বড় বিষয় কত মানুষ ভোট দিতে পারল জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন হওয়া উচিত অবাধ নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, কটি দল অংশ নিল তার চেয়ে বড় বিষয় কত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারল। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, আশা করি তা তারা রাখবে। সহিষ্ণু নির্বাচনের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পুবদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।’

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় সিইসিও তাঁর পাশে দাঁড়ানো ছিলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশগ্রহণ করব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব।’
কোন দল নির্বাচনে অংশ নিল, তার চেয়ে বড় বিষয় কত মানুষ ভোট দিতে পারল জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন হওয়া উচিত অবাধ নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, কটি দল অংশ নিল তার চেয়ে বড় বিষয় কত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারল। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, আশা করি তা তারা রাখবে। সহিষ্ণু নির্বাচনের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পুবদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
২৯ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে