নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি সাভার (ঢাকা)

ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে আজ বুধবার লাশটি উত্তোলন করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা লাশ উত্তোলন করেন। এ সময় মেয়ে সামিরা তানজিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর তাঁর মরদেহ কবরস্থান থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ তাঁর মরদেহ উত্তোলন করা হয়।
হারিস চৌধুরীর মরদেহ উত্তোলনের সময় ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মেদ মুঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরীর মৃত্যু হয়। ওই দিনই সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদ কামালপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আরও জানানো হয়, তিন বছর আগে হারিছ চৌধুরীকে যখন বিরুলিয়া ওই কবরস্থানে দাফন করা হয় তখন অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়েছিল।
হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী বলেন, ‘মাহমুদুর রহমান নাম গ্রহণ করে আমার বাবা আত্মগোপনে ছিলেন। তিনি খুব দুস্থ জীবন যাপন করতেন, তাই বারবার অসুস্থ হয়ে পড়তেন। পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। যেই হাসপাতালে আব্বুকে নেওয়া হয়েছিল, সেখানে যারা আব্বুকে অ্যাটেন্ড করেছিল তাদের সঙ্গে কথা বললে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। লাইফ সাপোর্টে থাকাকালীন আমি তাঁকে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) পরে দেখতে যেতাম। পরে যেদিন তিনি মারা গেলেন, সেদিন আমি থেকে তাঁকে দাফন করি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ছিল, তাঁর বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়। এ কারণে আত্মগোপনে থাকতে তিনি বাধ্য হন।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর সম্মান প্রাপ্য, সেটা তাঁকে দিতে হবে। তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁর গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে। তিনি চরম অবিচারের স্বীকার হয়েছে।’
হারিছ চৌধুরীর জানাজা পড়ানো মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাশেমি বলেন, ‘২০২১ সালের ৩ সেপ্টেম্বর বাদ আসর আমি ওই নামাজের জানাজায় ইমামতি করি। এতে অনেকেই অংশ নেয়। দাফনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন করোনা ছিল। জানাজায় আসতে মানুষ সাহস পেত না। তার শ্যালক যোগাযোগ করে মরদেহ নিয়ে আসে। আমরা অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তার মরদেহ দাফন করি। এখন পর্যন্ত আমরা তাকে প্রফেসর মাহমুদুর রহমান হিসেবেই জানি।’
মরদেহ উত্তোলনের বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুঈদ বলেন, ‘যে মরদেহ উত্তোলন করা হচ্ছে, আমরা জানতে পেরেছি এটি হারিছ চৌধুরীর মরদেহ। তিনি যখন মারা যান, ওই সময় বিশ্বে করোনা চলছিল। তাঁর পরিবার তাঁকে নিরাপদ ও ভালো জায়গায় কবরস্থ করতে এখানে নিয়ে আসে। তাঁর মেয়ের রিট পিটিশনের প্রেক্ষিতে লাশ উত্তোলন করা হয়েছে।’
সাভার উপজেলা কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নুর বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা প্রশাসক আমাকে হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলনের সময় উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত পরবর্তী নির্দেশনা দেবেন। এ ছাড়া তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে।’
হারিছ চৌধুরী বিএনপির সবশেষ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।

ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে আজ বুধবার লাশটি উত্তোলন করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা লাশ উত্তোলন করেন। এ সময় মেয়ে সামিরা তানজিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর করা এক রিটের শুনানি শেষে গত ৫ সেপ্টেম্বর তাঁর মরদেহ কবরস্থান থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ তাঁর মরদেহ উত্তোলন করা হয়।
হারিস চৌধুরীর মরদেহ উত্তোলনের সময় ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মেদ মুঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুরসহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরীর মৃত্যু হয়। ওই দিনই সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদ কামালপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আরও জানানো হয়, তিন বছর আগে হারিছ চৌধুরীকে যখন বিরুলিয়া ওই কবরস্থানে দাফন করা হয় তখন অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তাঁর পরিচয় দেওয়া হয়েছিল।
হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী বলেন, ‘মাহমুদুর রহমান নাম গ্রহণ করে আমার বাবা আত্মগোপনে ছিলেন। তিনি খুব দুস্থ জীবন যাপন করতেন, তাই বারবার অসুস্থ হয়ে পড়তেন। পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। যেই হাসপাতালে আব্বুকে নেওয়া হয়েছিল, সেখানে যারা আব্বুকে অ্যাটেন্ড করেছিল তাদের সঙ্গে কথা বললে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। লাইফ সাপোর্টে থাকাকালীন আমি তাঁকে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) পরে দেখতে যেতাম। পরে যেদিন তিনি মারা গেলেন, সেদিন আমি থেকে তাঁকে দাফন করি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ছিল, তাঁর বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়। এ কারণে আত্মগোপনে থাকতে তিনি বাধ্য হন।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর সম্মান প্রাপ্য, সেটা তাঁকে দিতে হবে। তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁর গ্রামের বাড়িতে লাশ দাফন করা হবে। তিনি চরম অবিচারের স্বীকার হয়েছে।’
হারিছ চৌধুরীর জানাজা পড়ানো মাদ্রাসাটির প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাশেমি বলেন, ‘২০২১ সালের ৩ সেপ্টেম্বর বাদ আসর আমি ওই নামাজের জানাজায় ইমামতি করি। এতে অনেকেই অংশ নেয়। দাফনের সময় আমি উপস্থিত ছিলাম। তখন করোনা ছিল। জানাজায় আসতে মানুষ সাহস পেত না। তার শ্যালক যোগাযোগ করে মরদেহ নিয়ে আসে। আমরা অধ্যাপক মাহমুদুর রহমান হিসেবে তার মরদেহ দাফন করি। এখন পর্যন্ত আমরা তাকে প্রফেসর মাহমুদুর রহমান হিসেবেই জানি।’
মরদেহ উত্তোলনের বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুঈদ বলেন, ‘যে মরদেহ উত্তোলন করা হচ্ছে, আমরা জানতে পেরেছি এটি হারিছ চৌধুরীর মরদেহ। তিনি যখন মারা যান, ওই সময় বিশ্বে করোনা চলছিল। তাঁর পরিবার তাঁকে নিরাপদ ও ভালো জায়গায় কবরস্থ করতে এখানে নিয়ে আসে। তাঁর মেয়ের রিট পিটিশনের প্রেক্ষিতে লাশ উত্তোলন করা হয়েছে।’
সাভার উপজেলা কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নুর বলেন, ‘হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা প্রশাসক আমাকে হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলনের সময় উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করা হয়েছে। ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত পরবর্তী নির্দেশনা দেবেন। এ ছাড়া তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে।’
হারিছ চৌধুরী বিএনপির সবশেষ শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৩ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে